প্রতীকী ছবি
দুই মেয়েকে নিয়ে মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। রাত তখন সাড়ে ১০টা। পথে বাইক আটকে মেয়েদের সামনেই মারধরের পরে গুলি করা হল উত্তরপ্রদেশের একটি হিন্দি সংবাদপত্রের সাংবাদিক বিক্রম জোশীকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লির উপকণ্ঠে গাজ়িয়াবাদের বিজয়নগর অঞ্চলে এই সাংবাদিকের উপরে এমন হামলার পরে প্রশ্ন উঠে গিয়েছে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা নিয়ে। অনেকেরই ক্ষোভ, যোগী আদিত্যনাথের আমলে পুলিশ থেকে দুষ্কৃতী বা সাধারণ মানুষ— কেউই নিরাপদ নন। কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরার প্রশ্ন, ভাইঝিকে হেনস্থার ঘটনায় পুলিশে অভিযোগ করেছিলেন বলেই কি গুলি করা হল ওই সাংবাদিককে? সাধারণ মানুষ কী ভাবে এই ‘জঙ্গলরাজে’ নিরাপদ থাকবেন?
বিষয়টি নিয়ে হইচই হতেই নড়েচড়ে বসে পুলিশ। রাতে তল্লাশি চালিয়ে ন’জনকে গ্রেফতারও করা হয়। পুলিশের বক্তব্য, ভাইঝিকে হেনস্থার ঘটনায় ছোটু, আকাশ ও রবি নামে তিন যুবকের বিরুদ্ধে ১৬ জুলাই বিজয়নগর থানায় অভিযোগ জানিয়েছিলেন বিক্রম। ছোটু ও রবি ধরা পড়েছে। আকাশের খোঁজ চলছে। পুলিশের অনুমান, প্রতিশোধ নিতেই ওই যুবকেরা হামলা চালিয়েছে।