—ফাইল চিত্র।
টিকা নিয়েছেন এমন ভারতীয়দের মধ্যে ৮০ শতাংশই আক্রান্ত হয়েছিলেন কোভিডের ডেল্টা রূপে। গোটা দেশ যখন কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ত্রস্ত, ঠিক সেই সময় আইসিএমআর-এর এই সমীক্ষায় ভয়াবহ তথ্য উঠে এল।
গত এপ্রিল-মে মাসে ডেল্টা রূপ ভয়াবহ আকার ধারণ করেছিল। যার জেরে দেশ জুড়ে হাহাকার পড়ে গিয়েছিল। কিন্তু আইসিএমআর-এর সমীক্ষা বলছে, দ্বিতীয় ঢেউয়ের সময় যাঁরা অন্ততপক্ষে একটা টিকা নিয়েছিলেন,তাঁরা পরে ডেল্টায় আক্রান্ত হলেও তা ভয়াবহ পর্যায়ে পৌঁছয়নি।
সমীক্ষায় আরও বলা হয়েছে, টিকা নেওয়ার পর যাঁরা কোভিডের ডেল্টা রূপে আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ৯.৮ শতাংশ মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অর্থাৎ, সংক্রমিত হলেও টিকা নেওয়ার ফলে তা সার্বিক ভাবে ভয়াবহ আকার নিতে পারেনি। ফলে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা কমেছে।
১৭টি রাজ্য থেকে কোভিডে আক্রান্ত ৬৭৭ জনের উপর সমীক্ষা চালিয়েছিল আইসিএমআর। সমীক্ষায় দেখা গিয়েছে তাঁদের মধ্যে ৭১ শতাংশের এক বা একাধিক উপসর্গ ছিল। ২৯ শতাংশ ছিলেন উপসর্গবিহীন।
বিশেষজ্ঞদের অনুমান অগস্টের শেষে বা সেপ্টেম্বরে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে দেশে। দ্বিতীয় ঢেউয়ের মতো যাতে ভয়াবহ পরিস্থিতি তৈরি না হয় তাই বার বারই টিকাকরণের উপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।