উদ্ধার করা হয়েছে অজগরটিকে। ফাইল চিত্র।
আস্ত একটা ছাগল গিলে খেয়েছে অজগর। তার পর থেকেই আট ফুট লম্বা ওই অজগরের আতঙ্কে কাঁটা গোটা গ্রাম। রীতিমতো রাতের ঘুম উড়েছে ঝাড়খণ্ডের পালামউ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র লাগোয়া গ্রামের।
সংবাদ সংস্থা সূত্রে খবর, গত চার-পাঁচ দিন ধরে কারওয়াই গ্রামে অজগরের ভয়ে ত্রস্ত বাসিন্দারা। ওই গ্রামে প্রায় ৪০০ পরিবারের বাস রয়েছে। ছাগল ও মুরগি প্রায় রোজ দিনই উধাও হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। অজগরের আতঙ্ক ছড়ানোর কথা রবিবার জানিয়েছেন বন দফতরের এক আধিকারিক।
ঝাড়খণ্ডের পালামউ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের এক আধিকারিক নির্ভয় সিংহ সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, ‘‘শনিবার গ্রামের বাসিন্দা মানেশ্বর ওরাঁওয়ের বাড়ির প্রায় কাছে চলে এসেছিল সাপটি। তাঁর ছাগল খেয়েছে অজগর। গ্রামবাসীরাই তার পর বন দফতরে খবর দেন। গ্রামে চার সদস্যের বন দফতরের দল পাঠানো হয়েছে।’’
যদিও গ্রামবাসী ও বন দফতরের যৌথ উদ্যোগে অজগরটিকে শেষ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। পরে তাকে কোয়েল নদী তীরবর্তী ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
মানেশ্বর ওরাঁও নামে গ্রামের ওই বাসিন্দা জানিয়েছেন, তাঁর ছাগলটি বাড়ি সংলগ্ন ভুট্টা ক্ষেতে ছিল। সেখানেই অজগরটি ছাগলটিকে খেয়ে ফেলে। তাঁর কথায়, ‘‘সাপটি রাতেই আসত, তাই ভয়ে থাকতাম। কারণ বাচ্চাদের জন্য সেটি বিপজ্জনক হতে পারে।’’