পণ্যবাহী ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ। ছবি: সংগৃহীত।
পণ্যবাহী ট্রাকের সঙ্গে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন আট জন। তাঁদের মধ্যে পাঁচ জন মহিলা এবং তিনটি শিশু। এই দুর্ঘটনায় আহত হয়ে ২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, বিয়ে বাড়ি থেকে গাড়ি করে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটেছে।
ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের বেমেতারা জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান থেকে একটি বড় গাড়ি করে ফিরছিলেন পাথরা গ্রামের বাসিন্দারা। বেমেতারা জেলার কাঠিয়া গ্রামের কাছে পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। নিয়ন্ত্রণ হারিয়ে ওই পণ্যবাহী ট্রাকটি গিয়ে রাস্তার পাশে দাঁড় করানো একটি মিনি ট্রাকে ধাক্কা মারে। মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনার যাত্রিবাহী গাড়িটি উল্টে যায়। গাড়ির মধ্যে থাকা যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাটি দেখতে পেয়েই ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল। তৎপরতার সঙ্গে আহত সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।
পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থলেই আট জনের মৃত্যু হয়েছে। বাকি আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রায়পুর এমসে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। কী ভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।