Delhi Air Pollution

দূষণের কারণে অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে, আপ সরকারকেই দায়ী করলেন দিল্লিবাসী

দিল্লিতে দূষণের কারণে অসুস্থতার জন্য অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সরকারকেই দায়ী করলেন রাজধানীর বাসিন্দারা। এক সমীক্ষায় এমন দাবিই করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১১:১৯
Share:

দূষণে জেরবার দিল্লি। ফাইল চিত্র।

দূষণে জেরবার দিল্লি। রাজধানীতে শ্বাস নেওয়াই যেন দায়! গত কয়েক দিন ধরেই দূষণের কারণে দিল্লিতে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের। দূষণের কারণে তুলনামূলক ভাবে বেশি অসুস্থ হয়ে পড়ছেন প্রবীণ ও শিশুরা। এই প্রেক্ষাপটে এক সমীক্ষায় দাবি করা হয়েছে যে, ৭২ শতাংশ দিল্লিবাসীই দূষণের কারণে অসুস্থতার জন্য আম আদমি পার্টির সরকারকেই দায়ী করেছেন।

Advertisement

‘লোকাল সার্কেলস’ নামে সমাজমাধ্যমের একটি গোষ্ঠী সম্প্রতি সমীক্ষা চালিয়েছে। যেখানে দাবি করা হয়েছে, দিল্লি ও এনসিআর এলাকার ৭২ শতাংশ বাসিন্দাই মনে করেন দূষণের জেরে অসুস্থতার জন্য দায়ী আপ সরকার। ৪৪ শতাংশ বাসিন্দা মনে করেন, এর জন্য দায়ী পঞ্জাব সরকার। প্রসঙ্গত, চলতি বছরের মার্চে পঞ্জাবে সরকার গড়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। দূষণ মোকাবিলায় এই দুই রাজ্য সরকারের ভূমিকায় তাঁরা হতাশ বলে মন্তব্য করেছেন।

অন্য দিকে, এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন ৩২ শতাংশ মানুষ। দূষণ মোকাবিলায় দিল্লি ও পঞ্জাব সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ক্ষেত্রে কেন্দ্র উদাসীনতা দেখিয়েছে বলে সমীক্ষায় দাবি করেছেন তাঁরা।

Advertisement

সমীক্ষায় আরও উল্লেখ করা হয়েছে, দিল্লির ১৮ শতাংশ বাসিন্দা জানিয়েছেন, দূষণের কারণে তাঁদের বাড়িতে কেউ অসুস্থ হননি। ২২ শতাংশ বাসিন্দা জানিয়েছেন, দূষণের কারণে তাঁদের পরিবারের এক সদস্য অসুস্থ হয়েছেন। ১২ শতাংশ বাসিন্দা দাবি করেছেন, দূষণের কারণে তাঁদের পরিবারের দু’জন অসুস্থ হয়ে পড়েছেন। ১৮ শতাংশ বাসিন্দা জানিয়েছেন, এই সংখ্যাটা তিন জন। ২৪ শতাংশ বাসিন্দা জানিয়েছেন, চার জন অসুস্থ হয়েছেন দূষণে। ৬ শতাংশ বাসিন্দা জানিয়েছেন, তাঁদের পরিবারে পাঁচ জন ও তার বেশি সংখ্যক সদস্য অসুস্থ হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement