Soldiers

Ladakh: লাদাখের নদীতে পড়ল সেনাবাহী ট্রাক, মৃত সাত জওয়ান, শোক মোদী, মমতার

এই সড়ক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ২৭ মে ২০২২ ১৯:১৮
Share:

ছবি পিটিআই

সাতসকালে লাদাখের রাস্তা থেকে শ্যাওক নদীতে পড়ল একটি সেনাবহনকারী ট্রাক। এই দুর্ঘটনায় মারা গিয়েছেন সাত জওয়ান। পারতাপুরের ক্যাম্প থেকে যাওয়ার এই দুর্ঘটনা হয়। এই ঘটনা শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাবাহিনীর এক কর্তা জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টা নাগাদ একটি ট্রাক সেনাদের নিয়ে যাচ্ছিল। পারতাপুরের ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরে যাওয়ার সময় ট্রাকটি শ্যাওক নদীতে পড়ে যায়। সেই সময় ট্রাকে ২৭জন সেনাকর্মী ছিলেন। অনুমানিক প্রায় ৫০ ফুট নীচে পড়ে যায় ট্রাকটি।

Advertisement

খবর পেয়ে দ্রুত উদ্ধারকার্য শুরু করে সেনা জওয়ানরা। আহতদের স্থানীয় পারতাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে সাতজন জওয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

গুরুতর আহতদের দ্রুত ওয়েস্টার্ন কমান্ডের সেনা হাসপাতালে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়।

Advertisement

এই দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ করে একটি টুইট করেন। তিনি লেখেন, ‘লাদাখে আমাদের সাত জন সাহসী সেনার সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে গভীর ভাবে মর্মাহত। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শোকাহতদের জন্য আমার আন্তরিক সমবেদনা।’

শোকপ্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লেখেন, ‘লাদাখে বাস দুর্ঘটনায় আমরা আমাদের সেনাদের হারিয়েছি। শোকগ্রস্ত পরিবারের পরিবারের প্রতি আমার সমবেদনা। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement