জয়কিশোর প্রধান। ছবি টুইটার থেকে নেওয়া।
ওড়িশার জয়কিশোর প্রধান। বয়স ৬৪ বছর। আগে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় কাজ করতেন। সেখান থেকে অবসর নিয়েছেন। কিন্তু পড়াশোনা নিয়ে তাঁর আগ্রহ এতটুকু কমেনি। দেশের বাকি পরীক্ষার্থীদের মতো তিনি বসেছিলেন সর্বভারতীয় প্রবেশিকা নিট (এনইইটি) পরীক্ষায়। পাশ করেছেন। তার পর ভর্তি হয়েছেন এমবিবিএস পড়তে। জীবনের ৬৪ বছরে ফের প্রথম বর্ষের ছাত্র হয়েছেন তিনি।
নিট পরীক্ষায় ভাল ফল করে তিনি ভর্তি হয়েছেন বীর সুরেন্দ্র সাই ইউনিভার্সিটি অব টেকনোলজিতে। সেখানেই এমবিবিএস পড়বেন তিনি। এ নিয়ে ওই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর ললিত মেহের বলেছেন, ‘‘এটা দেশের মেডিক্যাল পড়াশোনার ইতিহাসে অন্যতম বিরল ঘটনা। এই বয়সে ডাক্তারি পড়তে ঢুকে নজির সৃষ্টি করেছেন প্রধান।’’
ব্যাঙ্কের কাজ থেকে অবসর নেওয়ার পর তাঁর দুই যমজ বোনের একজনের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই ডাক্তারি পড়ার জন্য মনস্থির করেন তিনি। এমবিবিএস পড়া যখন শেষ হবে তখন প্রধানের বয়স হবে প্রায় ৭০। এ নিয়ে তিনি বলেছেন, ‘‘এই পড়াশোনার পিছনে আমার কোনও ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি যতদিন বাঁচব, মানুষের সেবা করতে চাই।’’