Hyderabad

কোভিড টিকা তৈরির অগ্রগতি দেখতে হায়দরাবাদে ৬৪ দেশের প্রতিনিধি

টিকা তৈরির প্রযুক্তি, পরিকাঠামো, পদ্ধতি এবং তার অগ্রগতির বিষয়ে খুঁটিনাটি তথ্য নেবেন এই প্রতিনিধিরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ১৪:১২
Share:

বিদেশি প্রতিনিধিদের হায়দরাবাদে স্বাগত জানানো হচ্ছে। ছবি: টুইটার থেকে নেওয়া

করোনার টিকা কবে অনুমোদন পাবে, কবে থেকে টিকাদান শুরু হবে— সেই সব জল্পনার মধ্যেই ভারতে পৌঁছল ৬৪টি দেশের একটি প্রতিনিধি। বহু দেশের মন্ত্রী, আমলা, কুটনীতিকরা রয়েছেন ‘ফরেন হেডস অব মিশন’ নামের ওই প্রতিনিধি দলে। হায়দরাবাদের দু’টি টিকা প্রস্তুতকারী সংস্থা ঘুরে দেখবেন তাঁরা। বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী, বিদেশি প্রতিনিধিদের প্রথম দলটি বুধবার এসেছে। এর পর দ্বিতীয় পর্যায়ে অন্য বহু দেশের প্রতিনিধিরাও আসবেন।

Advertisement

ভারতীয় প্রযুক্তিতে করোনার টিকা কোভ্যাক্সিন তৈরি করেছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক। আর এক ওষুধ প্রস্তুতকারী সংস্থা ‘বায়োলজিক্যাল ই’-র সঙ্গে টিকা তৈরির চুক্তি হয়েছে আমেরিকার ওহাইয়ো স্টেট ইনোভেশন ফান্ডের। এই দুই সংস্থাই ঘুরে দেখবেন বিদেশি প্রতিনিধিরা। টিকা তৈরির প্রযুক্তি, পরিকাঠামো, পদ্ধতি এবং তার অগ্রগতির বিষয়ে খুঁটিনাটি তথ্য নেবেন এই প্রতিনিধিরা।

গত ৬ নভেম্বর ভারতীয় বিদেশ মন্ত্রক এই প্রতিনিধি দলের আসার কথা জানিয়েছিল। একাধিক ধাপে বহু দেশের প্রতিনিধিরা ভারতের টিকা তৈরির বিষয়ে তথ্য নেবেন। প্রথম ধাপের দলে রয়েছেন অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ইরান, ভুটান, ব্রাজিল, মায়ানমার, স্লোভেনিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, দক্ষিণ কোরিয়া, আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো দেশের আমলা-কূটনীতিক মন্ত্রীরা। দ্বিতীয় ধাপে অন্যান্য দেশের প্রতিনিধিরা অন্য কোনও সংস্থায় পরিদর্শন করবেন বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।

Advertisement

এর মধ্যে রয়েছে লুক্সেমবার্গের ‘বি মেডিক্যাল সিস্টেমস’ নামে একটি সংস্থা, যারা মার্চ মাসের মধ্যেই ভারতে কোভিড টিকা সংরক্ষণের জন্য একটি ‘কোল্ড চেন’ তৈরির উদ্যোগ নিয়েছে। ওই সংস্থার সিইও এল প্রোভোস্ট এই দলে রয়েছেন। তিনি বলেছেন, ‘‘লুক্সেমবার্গ থেকে প্রযুক্তি ভারতে এনে এখানে উৎপাদন কেন্দ্র তৈরি করতে চাই আমরা। বিনিয়োগের পছন্দের তালিকায় থাকা রাজ্যগুলির মধ্যে অন্যতম গুজরাত। তেলঙ্গানা, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিও তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন সংস্থার ডেপুটি সিইও জে দোশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement