আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ, খতিয়ে দেখছে পুলিশ। প্রতীকী ছবি।
একই পরিবারের ছয় সদস্যের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হরিয়ানার আম্বালায়। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশু।
সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার সকালে আম্বালার বালানা গ্রামে একটি বাড়ি থেকে ছ’জনের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট। আত্মহত্যা নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে— তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন সঙ্গত রাম (৬৫), তাঁর স্ত্রী মহিন্দ্রা কউর, সুখবিন্দর সিংহ (৩৪), তাঁর স্ত্রী রিনা। সুখবিন্দরের দুই শিশুকন্যা আশু(৫) ও জাস্সিরও (৭) দেহ উদ্ধার করা হয়েছে।
গত ১৭ অগস্ট একই রকম ঘটনা ঘটেছিল জম্মুর সিধরা এলাকায়। সেখানেও একই পরিবারের ছয় সদস্যের দেহ উদ্ধার করা হয়েছিল। এর আগে, ২০১৮ সালে এক রবিবার সকালে উত্তর দিল্লির সংলগ্ন এলাকা বুরারিতে একই পরিবারের ১১ জন সদস্যের দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। বাড়ির মেঝেয় ৭৫ বছর বয়সি এক বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখা যায়। বাকি ১০ সদস্যের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। তাঁদের প্রত্যেকের চোখ বাঁধা ছিল।