প্রতীকী ছবি।
‘ভুলের’ কারণে কৃষকদের জরিমানার অঙ্ক ৫০ হাজার থেকে ৫০ লক্ষ হয়ে গিয়েছে। শুক্রবার এমনটাই দাবি করল উত্তরপ্রদেশ পুলিশ। সেই ভুল শুধরানো হচ্ছে বলেও জানিয়েছে তারা।
ঘটনার সূত্রপাত সম্ভলপুরে কৃষক আন্দোলনকে ঘিরে। আন্দোলনে ‘প্ররোচনা’ দিয়ে শান্তি বিঘ্নিত করছেন কৃষক নেতারা, পুলিশের তরফে এমনই অভিযোগ আনা হয় রাজ্যের ৬ কৃষক নেতার বিরুদ্ধে। জেলা প্রশাসন তাঁদের জরিমানার নির্দেশ দেয়। মহকুমা শাসক দীপেন্দ্র যাদব বলেন, “হায়াতনগর থানা থেকে আমরা রিপোর্ট পেয়েছি যে, বেশ কিছু লোক শান্তি বিঘ্নিত করছে। তাঁদের প্রত্যেককে ৫০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।”
জরিমানা অঙ্কটি ওই কৃষক নেতাদের কাছে পৌঁছতেই শোরগোল পড়ে যায়। তাঁরা এর প্রতিবাদ করেন। প্রশ্ন ওঠে, এই বিশাল অঙ্কের টাকা জরিমানা কী ভাবে করা হল? ভারতীয় কিসান ইউনিয়ন-এর নেতা রাজপাল সিংহ যাদব বলেন, “যাই ঘটে যাক না কেন, এই জরিমানা আমরা দেব না।” তাঁদের পাল্টা দাবি, “শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলাম। এটা কি অন্যায়?”
বিশাল অঙ্কের জরিমানা নিয়ে যখন চার দিকে শোরগোল পড়ে গিয়েছে, তখন উত্তরপ্রদেশ পুলিশ জানায়, অঙ্কের পরিমাণ ৫০ লক্ষ হবে না। ওটা ৫০ হাজার হবে। এই ছয় কৃষক নেতাকে ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।
তা হলে ৫০ হাজার কী ভাবে ৫০ লক্ষ হল? শুক্রবার সম্ভলপুর থানার সার্কেল অফিসার সংবাদ সংস্থা-কে জানান, ওটা ‘কেরানিসুলভ’ ভুল হয়েছে। মহকুমা শাসক এখন ছুটিতে আছেন। তিনি এলেই বিষয়টি শুধরে নেওয়া হবে।