রায়পুরের ওই হাসপাতালে শনিবার বিকেলে আগুন লাগে।
হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ৫ কোভিড রোগীর। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের রায়পুরে। পুলিশ সূত্রে খবর, রায়পুরের ওই হাসপাতালে শনিবার বিকেলে আগুন লাগে। রাজধানী হাসপাতাল নামে রায়পুরের ওই হাসপাতালে ভর্তি ছিলেন ৩৪ জন রোগী। তাঁদের মধ্যে ৯ জন ছিলেন আইসিইউতে। মূলত করোনা আক্রান্ত রোগীদেরই চিকিৎসা হচ্ছিল ওই হাসপাতালে।
প্রশাসন সূত্রে খবর, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে হাসপাতালের প্রথম তলায়। তার পর তা ছড়িয়ে পড়ে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। পুলিশের এক কর্তা তারকেশ্বর পটেল বলেন, ‘‘এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। বাকি রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তদন্ত করছি।’’
নিহত ব্যক্তিদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
কোভিডে নাজেহাল ছত্তীসগঢ়ে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ১৬ হাজার ৮৩। মৃত্যু হয়েছে ১৫৮ জনের।