Earthquake

২ ঘণ্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প! কাঁপল নিকোবর দ্বীপ, রিখটার স্কেলে তীব্রতা ৫.৩

রবিবার বিকেল ৪টে ১ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে। গত মাসের শুরুতেও কম্পন অনুভূত হয়েছিল নিকোবর দ্বীপে। সে বার কম্পনের তীব্রতা ছিল ৫।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৭:৫৯
Share:

নিকোবর দ্বীপে জোড়া কম্পন। প্রতীকী ছবি।

ভূমিকম্পে কাঁপল নিকোবর দ্বীপ। রবিবার বিকেল ৪টে ১ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৩। নিকোবর দ্বীপ থেকে ১০ কিমি গভীরে কম্পন অনুভূত হয়েছে। এই খবর জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

Advertisement

এর প্রায় ২ ঘণ্টা আগেও কেঁপে উঠেছিল নিকোবর দ্বীপ। রবিবার দুপুর ২টো ৫৯ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.১। ২ ঘণ্টার মধ্যে আবার কম্পন অনুভূত হল। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

গত মাসের শুরুতেও কম্পন অনুভূত হয়েছিল নিকোবর দ্বীপে। সে বার কম্পনের তীব্রতা ছিল ৫।

Advertisement

বিগত কয়েক মাসে ভারতের বিভিন্ন প্রান্তে কম্পন অনুভূত হয়েছে। গত মাসে ভূমিকম্প হয়েছিল দিল্লিতে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ২.৭। গত ১৯ ফেব্রুয়ারি কম্পন অনুভূত হয় অরুণাচল প্রদেশে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৮। গত ২২ ফেব্রুয়ারি ভূমিকম্প হয় দিল্লি এবং সংলগ্ন এলাকায়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৪। এর অভিঘাত অনুভূত হয় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হরিয়ানার বিস্তীর্ণ এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement