Devotees Fell Sick

প্রসাদ খেয়ে মধ্যপ্রদেশে অসুস্থ ৪০ পুণ্যার্থী, ১৫ জনের অবস্থা সঙ্কটজনক

পুণ্যার্থীদের অসুস্থ অবস্থায় দেখে স্থানীয়রাই প্রথমে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে দেখে পুণ্যার্থীদের অনেকের অবস্থা গুরুতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ১৫:০৬
Share:

হাসপাতালে ভর্তি অসুস্থ পুণ্যার্থীরা। ছবি: সংগৃহীত।

মধ্যপ্রদেশে প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৪০ জন পুণ্যার্থী। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা সঙ্কটজনক বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

পুলিশ জানিয়েছে, সোমবারে পুণ্যার্থীদের একটি দল শোভাযাত্রা নিয়ে বেরিয়েছিলেন। রাত্রে পথে তাঁরা একটি জায়গায় আশ্রয় নিয়েছিলেন। সেই সময় ভাং মেশানো প্রসাদ খান তাঁরা সকলেই। প্রসাদ খাওয়ার কিছু ক্ষণের মধ্যেই কয়েক জন পুণ্যার্থী অসুস্থ বোধ করতে থাকেন। একে একে পুণ্যার্থী দলের সকলেই অসুস্থ হয়ে পড়েন।

পুণ্যার্থীদের অসুস্থ অবস্থায় দেখে স্থানীয়রাই প্রথমে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে দেখে পুণ্যার্থীদের অনেকের অবস্থা গুরুতর। তৎক্ষণাৎ স্বাস্থ্য দফতরকে খবর দেওয়া হয়। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন। তার পর পুণ্যার্থীদের শারীরিক পরীক্ষা করেন। ২৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ১৫ জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, দ্রুত চিকিৎসার ফলে ওই পুণ্যার্থীরা সুস্থ হয়ে উঠছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল।

Advertisement

এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, পুণ্যার্থীরা যে প্রসাদ খেয়েছিলেন তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। কী ভাবে বিষক্রিয়া হল রিপোর্ট পাওয়ার পর তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement