বিহারের মুজফ্ফরপুরে বিয়েবাড়িতে মদ্যপান করে ধৃত ৪০। — প্রতীকী চিত্র।
বিহারের এক বিয়েবাড়িতে মদ্যপান করে গ্রেফতার হলেন ৪০ জন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বিহারের মুজফ্ফরপুর এলাকায়। ধৃতেরা প্রত্যেকের বরযাত্রী। রবিবার সকালে সাধারণ পোশাকে নজরদারিতে বার হয় বিহারের শুল্ক দফতরের একটি দল। সেই সময়েই গ্রেফতার করা হয় তাঁদের। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃতেরা মত্ত অবস্থায় ছিলেন। পাত্রকে বিয়ে করতে নিয়ে যাওয়ার সময় তাঁরা ‘নাগিন’ নাচের প্রস্তুতি নিচ্ছিলেন।
বিহারে মদ্যপান করতে গিয়ে গ্রেফতারি এই প্রথম নয়। ২০১৬ সাল থেকে বিহারে মদ নিষিদ্ধ। এর আগেও বিভিন্ন সময় মদ নিষিদ্ধকরণ আইন না মানার কারণে গ্রেফতার হয়েছেন অনেকে। রবিবারের ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা নিজেরা তো মত্ত অবস্থায় ছিলেনই, সঙ্গে বিয়ের অনুষ্ঠানের জন্য আরও মদের বোতল নিয়ে যাচ্ছিলেন। সেগুলি বিয়ের অনুষ্ঠানে বিলি করার পরিকল্পনা করেন তাঁরা। ঘটনাস্থলে থেকে দু’টি গাড়ি এবং মদের বোতল বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি ধৃতদের জেরা করে কোথা থেকে সেই মদের বোতল কেনা হয়েছে, তা-ও জানতে পারে পুলিশ। সেই সূত্র ধরে আরও সাত জন মদবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বিহারে মদ নিষিদ্ধকরণ আইন একাধিক বার প্রশ্নের মুখে পড়েছে। মদ নিষিদ্ধ করা কতটা যুক্তিযুক্ত, তাতে কতটা লাভ হচ্ছে, তা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, মদ নিষিদ্ধ হওয়ার কারণে বিহারে বিষমদে মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বিষমদ বলতে বোঝায়, ঘরোয়া উপায়ে তৈরি মদ, যেখানে বিভিন্ন উপকরণের অনুপাত যাচাই করা থাকে না। গত কয়েক বছরে বিহারে বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনায় অস্বস্তি বৃদ্ধি পেয়েছে সে রাজ্যের সরকারের। পুলিশের নজরদারি নিয়েও বিস্তর প্রশ্ন উঠেছে।