এই গাড়ি করেই পালানোর চেষ্টা করছিল দুষ্কৃতীরা। ছবি: সংগৃহীত।
পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে উত্তরপ্রদেশে নিহত হয়েছেন ‘মোস্ট ওয়ান্টেড’ দুষ্কৃতী-সহ চার। বাকি তিন জন ওই দুষ্কৃতীর সঙ্গী বলে জানিয়েছে পুলিশ। সোমবার গভীর রাতে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) শামলির ঝিনঝিনা এলাকায় অভিযানে যায়। গোপন সূত্রে এসটিএফ খবর পেয়েছিল ঝিনঝিনা এলাকায় ‘মোস্ট ওয়ান্টেড’ দুষ্কৃতী মুস্তাফা কাগ্গা এবং তাঁর সঙ্গীরা আশ্রয় নিয়েছেন। সেই খবর পেয়েই সোমবার রাতে অভিযানে যায় পুলিশ। তখনই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন কাগ্গা এবং তাঁর সঙ্গীরা।
দু’পক্ষের গুলির লড়াইয়ে চার দুষ্কৃতী নিহত হয়। আহত হয়েছেন এক পুলিশকর্মীও। পুলিশ সূত্রে খবর, কাগ্গা ছাড়াও বাকি যে তিন জন সংঘর্ষে নিহত হয়েছেন তাঁরা হলেন আরশাদ, মনজিৎ এবং সতীশ। রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা) অমিতাভ যশ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, রাতেই এসটিএফ খবর পায় কাগ্গা তাঁর দলবল নিয়ে ঝিনঝিনা এলাকায় রয়েছেন। তার পরই এসটিএফ সেখানে যেতেই গুলির লড়াই শুরু হয়। এসটিএফকে লক্ষ্য করে গুলি চালান কাগ্গা। দু’পক্ষের গুলির লড়াইয়ে কাগ্গা এবং তাঁর তিন সঙ্গী গুরুতর জখম হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, কাগ্গার বিরুদ্ধে বেশ কয়েকটি খুন এবং ডাকাতির মামলা চলছিল। পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল। কাগ্গার মাথার দাম ধার্ষ করা হয়েছিল ১ লক্ষ টাকা। ইনস্পেক্টর সুনীলের নেতৃত্বে কাগ্গাকে ধরতে এই অভিযান চালায় এসটিএফ।