Gujarat

Viral: হুমকি দিয়েছে ‘ভূতের দল’, থানায় অভিযোগ দায়ের করলেন গুজরাতের ব্যক্তি

তিনি পুলিশকে জানিয়েছেন, দু’টি ভূত তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছে। তিনি যখন কাজে ব্যস্ত থাকেন তখনই ভূতেরা এসে জ্বালাতন করে বলে অভিযোগ তাঁর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১০:৫৬
Share:

প্রতীকী ছবি।

তিনি যখনই ফার্মে কাজ করতে যান, তখনই নাকি ‘ভূতের দল’ এসে তাঁকে জ্বালাতন করে। দিনের পর দিন ধরে তাঁকে নিগ্রহ করছে এই দল। এ জন্য ৩৫ বছরের ওই ব্যক্তি সম্প্রতি পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন। যা শুনে রীতিমতো তাজ্জব পুলিশ

Advertisement

গুজরাতের ওই ব্যক্তির নাম ভরসঙ্গভাই বারিয়ালসো। তিনি পুলিশকে জানিয়েছেন, দু’টি ভূত তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছে। তিনি যখন কাজে ব্যস্ত থাকেন তখনই ভূতেরা এসে জ্বালাতন করে বলে অভিযোগ তাঁর। ভরসঙ্গভাইয়ের বার বার অনুরোধে অভিযোগ নিতে এক রকম বাধ্য হয়েছে পুলিশ।

এ ব্যাপারে এক পুলিশ অফিসার বলেছেন, ‘‘উনি খুব ভীত ছিলেন। কিন্তু তাঁর কথাবার্তা খুবই অসংলগ্ন ছিল। তাঁকে শান্ত করার জন্য আমরা অভিযোগ নিয়েছি।’’ পরে পুলিশ ওই ব্যক্তির পরিবাররে লোকের সঙ্গে দেখা করে। পরিবারের লোকেরা জানিয়েছেন, এই অভিযোগের ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। ভরসঙ্গভাইয়ের মানসিক চিকিৎসা চলছে। কিন্তু গত ১০ দিন ধরে তিনি কোনও ওষুধ খাচ্ছেন না বলেও জানিয়েছে তাঁর পরিবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement