ধসের পর মান্ডিতে চলছে উদ্ধারকাজ। ছবি পিটিআই।
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চার রাজ্য। ধস, প্লাবন পরিস্থিতিতে হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে মোট ৩১ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন।
শুক্রবার থেকে ভারী বর্ষণের জেরে ধস ও প্লাবন পরিস্থিতিতে হিমাচল প্রদেশে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে একটি পরিবারের আট জন। জখম হয়েছেন আরও ১০ জন। মান্ডি জেলায় ছ’জনের খোঁজ পাওয়া যায়নি।
মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডে চার জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন আরও ১০ জন। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। একাধিক গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদে সরানো হয়েছে। ওড়িশায় বৃষ্টি বিপর্যয়ে চার জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে।
দুর্যোগ ঝাড়খণ্ডেও। প্রবল বর্ষণে ভেঙে পড়েছে একাধিক গাছ, বিদ্যুতের খুঁটি। একাধিক জেলার নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পশ্চিম সিংভূমে এক মহিলার মৃত্যু হয়েছে।
পশ্চিম মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে রবিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।