COVID-19

দিল্লির ৩ বড় হাসপাতালে পৌঁছল অক্সিজেন, ফিরল সাময়িক স্বস্তি

মঙ্গলবার গভীর রাতে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ১০ টন অক্সিজেন সরবরাহ করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ১১:২৫
Share:

ছবি পিটিআই।

গুরু তেগ বাহাদুর হাসপাতাল, স্যার গঙ্গা রাম-সহ দিল্লির ৩ বড় হাসপাতালে অক্সিজেন এসে পৌঁছেছে মঙ্গলবার গভীর রাতেই। ফলে এই হাসপাতালগুলোতে অক্সিজেনের আকালে যে ভাবে সঙ্কটজনক রোগীদের পরিস্থিতি আরও সঙ্কটময় হয়ে উঠেছিল, তা আপাতত ঠেকানো গেল।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ১০ টন অক্সিজেন সরবরাহ করা হয়েছে। অন্য দিকে, গঙ্গারাম হাসপাতালে ১৪ হাজার কিউবিক মিটার অক্সিজেন দেওয়া হয়েছে। ওই রাতেই অক্সিজেন পৌঁছেছে তেগবাহাদুর এবং ম্যাক্স হাসপাতালে।

দিল্লির এই বড় হাসপাতালগুলোতে অক্সিজেনের মজুত কমে আসছিল। পরিস্থিতির ভয়াবহতা আশঙ্কা করেই কেন্দ্রের কাছে অক্সিজেন জোগানের আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে কোনও হাসপাতালে ৪ ঘণ্টা তো কোনও হাসপাতালে ৮ ঘণ্টা চালানোর মতো অক্সিজেন মজুত ছিল।

Advertisement

হাসপাতালগুলোতে অক্সিজেনের আকালের বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত কেন্দ্রকে নির্দেশ দেয়, অবিলম্বে শিল্পক্ষেত্রে অক্সিজেন সরবরাহ বন্ধ করার। মঙ্গলবার কোভিড-১৯ নিয়ে একটি মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট মন্তব্য করে, “শিল্পক্ষেত্রগুলি অপেক্ষা করতে পারবে। তবে (কোভিড) রোগীরা নন। এর সঙ্গে মানুষের জীবন জড়িয়ে রয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement