Arrest

ভীমা কোরেগাঁও মামলায় গ্রেফতার ৩

২০১৭ সালে পুণেতে এলগার পরিষদ মামলার সঙ্গে এঁদের যোগ রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:৫৩
Share:

প্রতীকী ছবি।

ভীমা কোরেগাঁও মামলায় আরও তিন জনকে গ্রেফতার করল এনআইএ। তাঁদের বিরুদ্ধে মাওবাদী যোগের অভিযোগ আনা হয়েছে।

Advertisement

ধৃত সাগর তাতারাম গোরখে, রমেশ মুরলীধর গেইচর, জ্যোতি রাঘব জগতাপকে গত কাল মুম্বইয়ের বিশেষ আদালতে তোলা হলে চার দিনের জন্য তাঁদের এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এনআইয়ের দাবি, এই তিন জন সিপিআই(মাওবাদী) দলের শাখা সংগঠন ‘কবীর কলা মঞ্চ’-এর সদস্য। ২০১৭ সালে পুণেতে এলগার পরিষদ মামলার সঙ্গে এঁদের যোগ রয়েছে। সেই সময়ে তাঁদের বক্তৃতা মানুষের মনে হিংসা ছড়িয়েছিল বলেই দাবি তদন্তকারী সংস্থার। এ ছাড়া, মাওবাদী দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ, জঙ্গলে সশস্ত্র প্রশিক্ষণ নেওয়ার অভিযোগও আনা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। ভীমা কোরেগাঁও মামলা নিয়ে পুণে পুলিশ ২০১৮ সালের নভেম্বরে চার্জশিট পেশ করেছিল। পরের বছর ২১ ফেব্রুয়ারি অতিরিক্ত চার্জশিট দেওয়া হয়। সেখানেও এই তিন জনের নাম ছিল। এর পরে এ বছরের ২৪ জানুয়ারি এই মামলার দায়িত্ব নেয় এনআইএ। গ্রেফতার করা হয় সমাজকর্মী আনন্দ তেলতুম্বডে, গৌতম নওলাখাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement