ফাইল চিত্র।
তুষারধসে চাপা পড়ে মৃত্যু হল তিন সেনা জওয়ানের। নিখোঁজ আরও এক সেনা।
মঙ্গলবার জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলার মাচিল সেক্টরে হঠাত্ই তুষার নেমে আসে। সেই ধসে চাপা পড়ে যায় একটি সেনা চৌকি। সেই সময়ে ওই চৌকিতে ছিলেন কয়েক জন জওয়ান। কিছু বুঝে ওঠার আগেই তুষারধস হুড়মুড়িয়ে এসে পড়ে সেনা তাঁদের উপর।
সেনা সূত্রে খবর, চার জওয়ানকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে গেল চিকিত্সকরা তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। অন্য জনের চিকিত্সা চলছে।
আরও পড়ুন: ১২ লাখ নিয়েছি, স্বীকার করলেন জঙ্গিদের সাহায্যকারী কাশ্মীরের ডিএসপি
আরও পড়ুন: কর্তব্যরত চিকিৎসককে ধমক দিয়ে বিতর্কে অখিলেশ
গত ৪৮ ঘণ্টায় প্রবল তুষারপাত হয় উত্তর কাশ্মীরের বিভিন্ন জায়গায়। বেশ কয়েকটি তুষারধসও নামে। সে সময়ও বেশ কয়েক জন জওয়ান তুষারধসে চাপা পড়েন। তাঁদের উদ্ধার করা হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।
সোমবার সোনমার্গের গাণ্ডেরবালে অন্য একটি তুষারধসের ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও চার জনকে।