ছবি: রয়টার্স।
বাবার ‘নাম’ চুরি করে এনআরসিতে নাম তুলে ফেলল প্রতিবেশী ২৬ জন। অথচ দুই মেয়ের নামই তালিকা থেকে বাদ!
এমন আজব কাণ্ডের প্রতিবাদে পুলিশে অভিযোগ দায়ের করলেন বরপেটা রোডের দুই বোন সাবিত্রী সূত্রধর ও মিঠু সূত্রধর। তাঁদের বাপের বাড়ি বহরিতে। দুই বোন অভিযোগ করেন, বাবার মৃত্যুর পরে তাঁদের দুই দাদা বিধান ও শঙ্কর সূত্রধর আলিপুরদুয়ারে বাড়ি করে চলে গিয়েছেন। বোনেরাও বিয়ের পরে অন্যত্র থাকেন। সেই সুযোগে বাবা বীরেন্দ্র সূত্রধরের ‘লিগ্যাসি’ চুরি করে পাড়ার তিন পরিবার খুশীমোহন সূত্রধর, আনন্দ সূত্রধর ও বুদ্ধি সূত্রধর এনআরসির আবেদন জমা দিয়ে দিয়েছিলেন।
দুই মেয়ে যখন বাবার ‘লিগ্যাসি’ দিয়ে আবেদন জানান, জানতে পারেন, তাঁদের বাবা আর তাঁদের বাবা নেই। ফলে বীরেন্দ্রর মেয়েরা খসড়াছুট হয়ে পড়েন। এনআরসি কর্তৃপক্ষকে নালিশ জানিয়েছিলেন দুই বোন। কিন্তু শুনানিতে কিছুই ফয়সলা হয়নি। সব জানার পরেও সংশ্লিষ্ট অফিসার ওই তিন পরিবারের নাম তালিকা থেকে বাদ দেননি।