দিল্লিতে সিবিআইয়ের সদর দফতর। -ফাইল ছবি।
২৫ লক্ষ টাকা ঘুষের মামলায় ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (এডিজি) চন্দ্র শেখরকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। চন্দ্র শেখর বর্তমানে লুধিয়ানায় ডিআরআই-এর এডিজি।
সেই ঘুষের টাকা যাঁর মাধ্যমে রাজস্ব-কর্তা চন্দ্র শেখরের হাতে পৌঁছেছিল বলে অভিযোগ, গ্রেফতার করা হল সেই মিডলম্যান-কেও।
সিবিআই সূত্রের খবর, জেরায় ওই মিডলম্যানই জানিয়েছেন, ঘুষের টাকা তিনিই পৌঁছে দিয়েছিলেন চন্দ্র শেখরের হাতে। মিডলম্যানের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই চন্দ্র শেখরকে গ্রেফতার করা হয়েছে।
তবে যে পরিমাণ ঘুষ চন্দ্র শেখরকে দেওয়া হয়েছিল বলে তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে, সিবিআই অফিসারদের ধারণা, ঘুষের পরিমাণ তার চেয়ে অনেকটাই বেশি ছিল। তবে টাকাটা হয়তো এক বারে না দিয়ে কয়েকটা কিস্তিতে চন্দ্র শেখরকে দেওয়ার কথা ছিল। তার মধ্যে ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল একটি কিস্তিতে।