News Wrap

News Of The Day: অলিম্পিক্স হকিতে নামছে ভারত, মন কি বাত-এ মোদী, আজ আর কী কী নজরে

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে আজ পদক জয়ের লড়াইয়ে দীপক কুমার এবং দিব্যাংশ সিংহ। আজ মোদীর ‘মনের’ বিষয় কী হতে চলেছে সেটাও নজরে থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ০৮:৫৫
Share:

গ্রাফিক— শৌভিক দেবনাথ

টোকিয়ো অলিম্পিক্সে আজ, রবিবার বেশ কয়েকটি ইভেন্টে নামছে ভারত। তার মধ্যে রয়েছে জিমন্যাস্টিক, ব্যাডমিন্টন, বক্সিং, টেবল টেনিস, লন টেনিস, শ্যুটিং এবং হকি।
গোটা দেশের নজর থাকবে এই ইভেন্টগুলির উপর।

শনিবারই পুরুষদের হকিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। আজ মুখোমুখি অস্ট্রেলিয়ার সঙ্গে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থেকেও জয় পেয়েছেন হরমনপ্রীত সিংহরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ কী করবে সে দিকেই মুখিয়ে রয়েছে গোটা দেশ। দুপুর ৩টেয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত।

অন্য দিকে, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে আজ পদক জয়ের লড়াইয়ে নামছেন দীপক কুমার এবং দিব্যাংশ সিংহ। ভারতের ঝুলিতে কি আরও পদক উঠে আসবে আজ, সে দিকেই নজর থাকবে দেশবাসীর।

অলিম্পিক্স ছাড়াও যে বিষয়গুলিতে নজর থাকবে তা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’। আজ মোদীর ‘মনের’ বিষয় কী হতে চলেছে সেটাও নজরে থাকবে দেশবাসীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement