ফাইল চিত্র।
আজ, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ রয়েছে। বেলা ১১টা নাগাদ অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা। প্রধানমন্ত্রী কী বলেন সে দিকে নজর থাকবে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর
আজ কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই সফরের দিকে নজর থাকবে।
প্রয়াগরাজে যাচ্ছে তৃণমূল
একই পরিবারের পাঁচ জনকে খুনের ঘটনার তথ্যানুসন্ধানে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ যাচ্ছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। ওই দলে দোলা সেন, মমতাবালা ঠাকুরেরা থাকবেন।
দেশের ও পশ্চিমবঙ্গের কোভিড পরিস্থিতি
আড়াই হাজার টপকাল দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবারের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৭ জন। শুক্রবারের তুলনায় যা সামান্য বেশি। অন্য দিকে, পশ্চিমবঙ্গে ধীর গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ সংক্রমণ কত হয় সে দিকে নজর থাকবে।
অনুব্রত মণ্ডল এবং সিবিআই
শনিবার বিকেলে গরুপাচার মামলায় এবং আজ ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। সে দিকে নজর থাকবে।
গ্রাফিক সনৎ সিংহ।
হাঁসখালি গণধর্ষণ ও হত্যাকাণ্ড
হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তবে তার পরেও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার নির্দেশে মানবাধিকার কমিশনে যাচ্ছে দলের সত্যানুসন্ধান কমিটি। বিজেপি সূত্রে খবর, আগামী সোমবার দুপুরে কমিশনে যাচ্ছেন তামিলনাড়ুর বিধায়ক তথা মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন এবং এ রাজ্যের ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। নজর থাকবে সে দিকেও।
ইউক্রেনের পরিস্থিতি
মারিয়ুপোল দখলের পর এ বার ভ্লাদিমির পুতিনের নজর পূর্ব ইউক্রেনে। তাঁর নির্দেশে সেখানকার ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে (যাদের একত্রে ডনবাস বলা হয়) ইতিমধ্যেই হানাদারির অভিঘাত বাড়িয়েছে রুশ সেনা। এই পরিস্থিতিতে সে দিকে নজর থাকবে।
আইপিএল
আজ লখনউ বনাম মুম্বইয়ের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।
সন্তোষ ট্রফি
আজ সন্তোষ ট্রফির খেলা রয়েছে। বিকেল ৪টে নাগাদ বাংলা বনাম রাজস্থানের খেলা।
‘অ-জানাকথা’য় দেব-রুক্মিণী
কিশমিশ, বিয়ে, সিবিআই-সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে ‘অ-জানাকথা’য় দেব-রুক্মিণী কী কী বলেছেন সে সব আলোচনায় থাকবে।