Face Mask with Potato

আলুর রসেই কমবে ব্রণ, রোদে পোড়া দাগ কিংবা চোখের তলায় ফোলা ভাব! কী ভাবে মাখবেন?

হেঁশেলের ওই সামান্য উপকরণ, মানে আলু দিয়েই ত্বকের যাবতীয় সমস্যার সুরাহা করা সম্ভব। তবে শুধু আলু নয়, সমস্যা বুঝে তার সঙ্গে আর কী কী মেশাতে হবে, জেনে নিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১২:১৪
Share:
Face Pack

ত্বকের নানা সমস্যার ঘরোয়া টোটকা হল আলুর রস। ছবি: সংগৃহীত।

হেঁশেলে আর কিছু না থাক, আলু থাকবেই। সকালে জলখাবারে লুচির সঙ্গে সাদা আলুর তরকারি রাঁধবেন। সেই পর্ব মিটলে আবার দুপুরের খাওয়াদাওয়ার পালা আছে। তরকারি, ঝোল সবেতেই আলু থাকে। আবার, ছুটির দিনে একটু-আধটু রূপচর্চাও করতে হয়। কারণ, সামনেই একের পর এক বিয়েবাড়ি। এর মাঝে আলাদা করে সালোঁয় যাওয়ার সময়ই বা কোথায়?

Advertisement

রূপটান শিল্পীরা বলছেন, হেঁশেলের ওই সামান্য উপকরণ, মানে আলু দিয়েই ত্বকের যাবতীয় সমস্যার সুরাহা করা সম্ভব। তবে শুধু আলু নয়, সমস্যা বুঝে তার সঙ্গে আর কী কী মেশাতে হবে, জেনে নিন।

১) আলুর সঙ্গে মেশানো যেতে পারে শসা:

Advertisement

চোখের তলায় কালি পড়েছে, ফুলেও রয়েছে। আবার, নাকের আশপাশে ওপেন পোরসের সমস্যাও ভোগাচ্ছে। মুক্তি পেতে আলাদা আলাদা সমাধান না খুঁজে আলু আর শসা একসঙ্গে গ্রেট করে নিন। তার পর তা থেকে রস ছেঁকে নিন। এ বার তুলোর সাহায্যে ওই মিশ্রণ গোটা মুখে মেখে ফেলুন। কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

২) আলুর সঙ্গে ওটমিল দিয়ে বানিয়ে ফেলুন স্ক্রাব:

রোদ লেগে হাত, গলায় কালচে ছোপ পড়েছে। নিয়মিত চর্চার অভাবে ত্বকের জেল্লাও হারিয়েছে। এই সমস্যা দূর করতে পারে আলু দিয়ে তৈরি ঘরোয়া স্ক্রাব। তবে গ্রেট করা আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে ওটমিল। স্নানের আগে ওই মিশ্রণ গায়ে মেখে রেখে দিন কিছু ক্ষণ। তার পর ঘষে ঘষে তুলে ফেলুন। ব্যস, দাগছোপ উঠে গিয়ে ত্বক একেবারে ঝকঝক করবে।

৩) আলুর রস এবং হলুদের প্যাক:

ব্রণ এবং ব্রণের দাগ, দুই নিয়ে একেবারে নাজেহাল অবস্থা। আলুর রসে এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফেলুন। এই মিশ্রণ এক ঢিলে দুই পাখি মারার মতোই কাজ করবে। আবার ত্বকের জেল্লাও বৃদ্ধি করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement