আনন্দবাজার অনলাইনের মাধ্যমে সব ক’টি দলকে ধন্যবাদও জানিয়েছেন দেব। তিনি বলেন, ‘‘আমি এই রাজনীতিটাই চাই। এই ভাল লাগা, ভালবাসার রাজনীতিটাই চাই। এবং যত দিন এটা পাব, ততদিন রাজনীতির জগতে থাকব।’’
ফাইল চিত্র।
গরুপাচার মামলায় তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। গত ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন বাংলা ছবির তারকা তথা তৃণমূল সাংসদ দেব। শনিবার আনন্দবাজার অনলাইনের ফেসবুক ও ইউটিউব লাইভ আড্ডা ‘অ-জানাকথা’য় এসে সেই সিবিআই তলব এবং নিজাম প্যালেসে ৫ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ সম্পর্কে মন্তব্য করলেন তিনি। বললেন, দোষ না করলে ভয় কী?
দেব যখন ‘অ-জানাকথা’য় এ কথা বলছেন, ঠিক তার কিছু ক্ষণ আগে আবারও সিবিআই হাজিরা এড়ানোর অভিযোগ উঠেছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এর আগে একাধিক বার অনুব্রতকে ডেকেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু আগের কয়েক বারের মতো শনিবারও তিনি যাননি সিবিআই দফতরে। শুক্রবারই ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। আর শনিবার ইমেল করে তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন, হাঁটাচলা করতে পারছেন না।
কিন্তু দেবের বক্তব্য আলাদা। ‘অজানাকথা’য় তৃণমূল সাংসদ জানিয়েছেন গত ১৫ ফেব্রুয়ারি তাঁর নিজের হাজিরা দেওয়ার কথা। দেবের কথায়, ‘‘সিবিআই ডাকা মানেই তুমি ক্রিমিনাল নও। তাঁরা বলেছিলেন আমার বয়ান রেকর্ড করবেন। যে দিন ডেকেছেন, সে দিনই গিয়েছি।’’ সঞ্চালক এর পর অনুব্রতের প্রসঙ্গ মনে করিয়ে দিতেই দেব বলেন, ‘‘আমাকে অফিসারেরাও বলেছিলেন, আমরা ভাবিনি আপনি আসবেন! তখন আমি বলি, স্যর, আমি জানি না আমাকে কেন ডাকা হয়েছে, এ বার আপনাদের কাছ থেকে তা জানব। কেন ডেকেছেন সেটা তাঁদের ব্যাপার। যা চেয়েছিলেন, আমি সঙ্গে সঙ্গে দিয়েও দিয়েছি। আমি চুরি করিনি। কেউ যদি বলে দেব চুরি করেছে বা রাজনৈতিক ভাবে অনৈতিক কিছু করেছে, তা হলে আমি নিজে সাউথ সিটির বাইরে এসে বলব, আমাকে পাথর দিয়ে মারুন। আমি ছোটবেলা থেকে মানুষের পাশে থাকা শিখেছি। বাবাকে দেখেছি এটা করতে। ওটা আমার রক্তে আছে। দোষ না করলে ভয়ের কী আছে!’’
প্রসঙ্গত, কেন্দ্রের শাসকের হাতে সিবিআই তথা কেন্দ্রীয় এজেন্সিগুলির ‘রাজনৈতিক ব্যবহার’ নিয়ে দীর্ঘ দিন ধরেই সরব বিরোধীরা। অভিযোগ, বিরোধীদের হেনস্থা করতেই রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থাগুলি। যা নিয়ে নিত্যই বিজেপির সঙ্গে তরজা লেগে থাকে তৃণমূল-সহ অন্য বিরোধীদের। সেই আবহে দেবের মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দেব বলেন, ‘‘আমাদের দেশে সিবিআইয়ের ডাক বা নোটিস আসাকে খুব খারাপ ভাবে নেওয়া হয়। আমাকে যখন ডাকা হয়েছিল, তখন সবাই আমার দিকে তাকিয়েছিল। স্বাভাবিক ভাবেই আমিও সবার দিকেই তাকিয়েছিলাম, কে আমাকে নিয়ে কী বলছে। কিন্তু, হয়তো আমার আট বছরের রাজনীতি জীবনের পরিশ্রম বা ভালবাসা, আমি এক জন বিরোধী নেতাকেও আমাকে নিয়ে খারাপ বলতে দেখিনি। জীবনে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ কাউকে সিবিআই তলব করলে, নিউজ চ্যানেলে বিশেষ অনুষ্ঠান হয়, প্রাইম টাইমে ডিবেট শুরু হয়ে যায়। আমি দেখিনি, আমাকে নিয়ে কেউ একটা কুকথা বলেছেন।!’’
আনন্দবাজার অনলাইনের মাধ্যমে সব ক’টি দলকে ধন্যবাদও জানিয়েছেন দেব। তিনি বলেন, ‘‘আমি এই রাজনীতিটাই চাই। এই ভাল লাগা, ভালবাসার রাজনীতিটাই চাই। এবং যত দিন এটা পাব, ততদিন রাজনীতির জগতে থাকব।’’