প্রতীকী ছবি।
এক সঙ্গে ২৩ জন কংগ্রেস বিধায়কের কোভিড পজিটিভ ধরা পড়ল পঞ্জাবে। বুধবার মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ এ কথা জানান। আগামী ২৮ অগস্ট বিধানসভার অধিবেশন শুরু হবে। তার আগেই এক সঙ্গে এত জন বিধায়কের সংক্রমণে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে রাজ্য সরকারের অন্দরে।
জেইই এবং নিট পরীক্ষার প্রসঙ্গ তুলে ধরে অমরেন্দ্র সিংহ বলেন, “মন্ত্রী এবং বিধায়কদেরই যদি এমন অবস্থা হয়, এর থেকে স্পষ্ট দেশের পরিস্থিতি কতটা গুরুতর।” তবে বিধানসভায় হাজির হওয়ার আগে সকলকেই কোভিডের নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আক্রান্তদের মধ্যে রয়েছেন বিধায়ক পরগত সিংহ, মদনলাল জালালপুর, হরদয়াল কম্বোজ। রাজস্ব মন্ত্রী গুরপ্রীত কউর, শিল্পমন্ত্রী শ্যামসুন্দর অরোরাও কোভিডে আক্রান্ত। মঙ্গলবার আম আদমি পার্টির দুই বিধায়ক মনজিত সিংহ এবং কুলবন্ত সিংহ পান্ডোরিরও কোভিড পজিটিভ ধরা পড়ে। আক্রান্ত হয়েছেন শিরোমণি অকালি দলের বেশ কয়েক জন বিধায়কও।
পঞ্জাব বিধানসভার স্পিকার রানা কেপি সিংহ জানান, বিধায়করা সকলেই কোভিড টেস্ট করিয়েছেন। বৃহস্পতিবার স্পষ্ট হবে মোট কত জন বিধায়ক কোভিডে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: নিট,জেইই আটকাতে প্রয়োজনে সুপ্রিম কোর্টে আর্জি, মুখ্যমন্ত্রীদের সভায় মমতা