Hyderabad

খেলতে খেলতে প্রাণ গেল তরুণীর, চাকায় চুল আটকে দুর্ঘটনা

দুর্ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত আনন্দে মেতে রয়েছে শ্রীবর্ষিণী। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সব শেষ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২০ ১৪:৩১
Share:

শ্রীবর্ষিণী। সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া ছবি।

বন্ধুদের সঙ্গে বিন‌োদন পার্কে গিয়েছিলেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী শ্রীবর্ষিণী। মজা পেতেই চেপেছিলেন অ্যামিউজমেন্ট পার্কের 'গো কার্ট'-এ। বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠার সময়ে খেয়াল করেননি তাঁর চুল আটকে যেতে পারে কার্টের চাকায়। আর তার জেরে শেষ পর্যন্ত মর্মান্তিক ভাবে মৃত্যু হল এই তরুণীর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার হায়দরাবাদের গুররাম গুগা এলাকার এক অ্যামিউজমেন্ট পার্কে নিয়ম মেনে হেলমেট পরেই 'গো কার্ট'-এ চেপেছিলেন বছর কুড়ির শ্রীবর্ষিণী। কিন্তু কার্টের গতি এতটাই বেশি ছিল যে চুল জড়িয়ে পড়ে যাওয়ায় তাঁর মাথার খুলি উপরে যায়। চোখের সামনে এমন ঘটনা দেখে চিৎকার করে ওঠেন শ্রীবর্ষিণীর বন্ধুরা। সঙ্গে সঙ্গে চলে আসেন পার্কের কর্তারাও। গো কার্ট থেকে উদ্ধার করে শ্রীবর্ষিণীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু তার আগেই সব শেষ। চিকিৎসকরা জানিয়ে দেন, তরুণী মৃত।

গোটা ঘটনাটি রেকর্ড হয়েছে পার্কের নজরদারি ক্যামেরায়। সেখানে নাকি দেখা গিয়েছে, দুর্ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত আনন্দে মেতে রয়েছে শ্রীবর্ষিণী। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সব শেষ। তদন্তে নেমে পুলিশ ওই অ্যামিউজমেন্ট পার্ক বন্ধ করে দিয়েছে। পুলিশ এমনটাও জানিয়েছে যে, ২০১৭ সালে মাত্র এক বছরের জন্য অ্যামিউজমেন্ট পার্ক চালানোর অনুমতি নেওয়া হয়েছিল স্থানীয় প্রশাসনের থেকে। কিন্তু তার পর সেই অনুমতি রিনিউ পর্যন্ত করানো হয়নি। সময় পার হয়ে যাওয়ার পরেও পার্কটি বিনা লাইসেন্সেই চলছিল এতদিন।

Advertisement

আরও পড়ুন: হৃষিকেশে ধর্ষণ মার্কিন মহিলাকে, তদন্তে মিলল মাদক যোগ

আরও পড়ুন: নগ্ন ব্যালট রুখতে নগ্ন সেলেবরা, ভোট শিক্ষা দিতে অবাক কাণ্ড আমেরিকায়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement