নামানোর পর দেখা যায় ওই ড্রোনটিতে বিস্ফোরক রয়েছে। ফাইল ছবি
অমরনাথ যাত্রায় নাশকতা হতে পারে, এই অশঙ্কায় সক্রিয় হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। পাক সীমান্ত এলাকায় একাধিক জায়গায় জঙ্গি বিরোধী অভিযান শুরু হয়েছে। সীমান্তের কাছে একটি বোমা বোঝাই ড্রোন গুলি করে নামায় পুলিশ।
জম্ম-কাশ্মীরের কাঠুয়া জেলার রাজবাগে পুলিশকর্মীরা পাকিস্তানের দিক থেকে একটি ড্রোন উড়ে আসতে দেখেন। ড্রোনটিকে গুলি করে নামান তাঁরা। নামানোর পর দেখা যায় ওই ড্রোনটিতে বিস্ফোরক রয়েছে। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে। তাঁরা ওই ড্রোন থেকে সাতটি ‘স্টিকি’ বোমা এবং সম সংখ্যক গ্রেনেড উদ্ধার করে।
অন্য দিকে পুলওয়ামায় অভিযান চলার সময় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে দু’জন জঙ্গি নিহত হয়েছে। তারা স্থানীয় জঙ্গি বলেই পুলিশ জানিয়েছে। তাদের কাছ দু’টি একে ৪৭ রাইফেল উদ্ধার হয়েছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।