প্রতীকী ছবি।
পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসএআই-কে তথ্য পাচারের অভিযোগে ইনদওরের মৌ থেকে দুই বোনকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দুই বোনই স্কুল শিক্ষক। অভিযোগ, পাকিস্তানের দুই ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এই দুই মহিলা। নেটমাধ্যেমে ভুয়ো পরিচয়ে ওই দুই ব্যক্তির সঙ্গে এক বছর ধরে বার্তা বিনিময় চালাচ্ছিলেন তাঁরা। পুলিশের সন্দেহ যে দুই ব্যক্তির সঙ্গে এই দুই মহিলা যোগাযোগ রাখতেন তাঁরা পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করে। ইতিমধ্যেই অভিযুক্তদের মোবাইল ফোন এবং বেশি কিছু ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ইনদওর পুলিশের আইজি হরিনারায়ণ চারি মিশ্র জানিয়েছেন, দুই মহিলার উপর অনেক দিন ধরেই নজর রাখা হচ্ছিল। সেনার নজরদারিতেও ছিলেন তাঁরা। গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পরই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের জেরা করছে সেনা।