মারধরের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। প্রতীকী ছবি।
লোহা চুরির অভিযোগে দুই যুবককে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক দল যুবকের বিরুদ্ধে। মারধরের জেরে এক সময় জ্ঞান হারান ওই দুই যুবক। পরে পুলিশ গিয়ে ওই দুই যুবককে উদ্ধার করে। ঘটনাটি বিহারের মুজফ্ফরপুরের।
সংবাদ সংস্থা সূত্রে খবর, শহরে একটি সেতুর কাছে ছাউনির কাজ চলছে। সেখানে লোহার সামগ্রী রাখা রয়েছে। অভিযোগ, গত এক সপ্তাহে নির্মাণস্থল থেকে লোহার সামগ্রী চুরি যাচ্ছে। রবিবার বিকেলে স্থানীয়দের একাংশ দাবি করেন যে, যাঁরা ওই সামগ্রী চুরি করেছেন, তাঁদের তাঁরা চিহ্নিত করেছেন। এর পরই ওই দুই যুবককে ধাওয়া করেন স্থানীয়দের একাংশ। তাঁদের দৌড়তে দেখে যুবকরাও ভয়ে দৌড়ান। পরে তাঁদের ধরে ফেলেন স্থানীয়রা।
এর পরই ওই দুই যুবককে ‘চোর সন্দেহে’ খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক জন যুবকের বিরুদ্ধে। মারধরের জেরে এক সময় জ্ঞান হারান ওই দুই যুবক। পরে পুলিশ গিয়ে ওই দুই যুবককে উদ্ধার করেন। অভিযোগ, মারধরের প্রায় এক ঘণ্টা বাদে ঘটনাস্থলে যায় পুলিশ।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, লোহা চুরিতে অভিযুক্ত দুই যুবকও মুজফ্ফরপুরের বাসিন্দা। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুই যুবককে মারধরের ঘটনায় এই প্রতিবেদেন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।