Accident

ফুল তুলতে গিয়ে জল ভর্তি গর্তে পড়ে গেল তিন শিশু, পরে উদ্ধার হল দেহ

জল ভর্তি গর্তে পড়ে গিয়েছিল তিন শিশু। সেখানে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলভিট এলাকায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২২ ২০:৫৭
Share:

তিন শিশুর দেহ উদ্ধার করেন গ্রামবাসীরা। প্রতীকী ছবি।

ফুল তুলতে গিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ল ৩ শিশু। উত্তরপ্রদেশের পিলভিট এলাকায় জল ভর্তি গর্তে পড়ে গিয়ে রবিবার মৃত্যু হয়েছে তিন শিশুর। মৃত তিনজনের বয়স ১০ বছরের কম।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, পিলভিটের পাথিয়ান গ্রামের ওই ৩ শিশু ফুল তুলতে বেরিয়েছিল। এলাকায় একটি ইটভাটার কাছে গর্তে জল ছিল। সেখানে তিন শিশু পড়ে যায়। গর্তের মধ্যে ৩ শিশুকে পড়ে যেতে দেখে অন্য এক শিশু। ওই শিশুই গ্রামবাসীদের খবর দেয়।

ঘটনাস্থলে গিয়ে ৩ শিশুর দেহ উদ্ধার করেন গ্রামবাসীরা। খবর পেয়ে গ্রামে যায় পুলিশের একটি দল। শিশুদের দেহের ময়নাতদন্ত করতে পরিবার বাধা দেয় বলে দাবি করেছে পুলিশ।

Advertisement

এক ইংরাজি দৈনিককে অতিরিক্ত পুলিশ সুপার পবিত্রমোহন ত্রিপাঠী জানিয়েছেন যে, জলে ডুবে মৃত্যু হয়েছে ওই ৩ শিশুর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement