প্রতিনিধিত্বমূলক ছবি।
ছত্তীসগঢ়ে আবার মাওবাদী হামলা। বিজাপুরে মাওবাদীরা আইইডি (ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ ঘটিয়ে খুন করেছে দুই পুলিশকর্মীকে। গুরুতর জখম হয়েছেন চার জন।
রাজ্য প্রশাসন জানিয়েছে, নিহত ভরতলাল সাহু এবং সতের সিংহ ছত্তীসগঢ় পুলিশের ‘স্পেশাল টাস্ক ফোর্স’ (এসটিএফ) বাহিনীর সদস্য। বুধবার গভীর রাতে তেররাম থানার অন্তর্গত মণ্ডীমরকার জঙ্গলে ওই হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র নিষিদ্ধ সংগঠনটির ‘মিলিটারি কলাম’ হিসাবে পরিচিত ‘পিপল্স লিবারেশন গেরিলা আর্মি’ (পিএলজিএ)-র তরফে এই হামলা চালানো হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
লোকসভা ভোটের সময় থেকেই দক্ষিণ ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনের অন্তর্গত জেলাগুলিতে ধারাবাহিক ভাবে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই চলছে। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় আধাসেনার যৌথবাহিনীর অভিযানে বেশ কয়েক জন মাওবাদী নেতা-নেত্রীর মৃত্যু হয়েছে। পাল্টা হামলা চালাচ্ছে পিএলজিএ-ও। গত জুন মাসে সুকমা জেলায় আইইডি বিস্ফোরণে নিহত হয়েছিলেন কেন্দ্রীয় আধাসেনা সিআরপিএফের বিশেষ মাওবাদী দমন বাহিনী ‘কোবরা’র দুই কমান্ডো।