Molestation

‘তুই ওর যোগ্য নোস, দিয়ে দে আমাদের’! স্ত্রীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা উত্তরপ্রদেশে, অভিযোগ দায়ের

দীর্ঘ দিন ধরে স্ত্রীকে উত্ত্যক্ত করতেন দুই মত্ত। পুলিশে অভিযোগ জানিয়েও প্রথমে কাজ কিছুই হয়নি বলে দাবি স্বামীর। পরে পুলিশের এক আধিকারিকের সঙ্গে দেখা করে অভিযোগ জানান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৮:৪২
Share:

— প্রতীকী ছবি।

এক মহিলাকে নিগ্রহের অভিযোগে উত্তরপ্রদেশের বান্দায় পুলিশে অভিযোগ দায়ের হল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, মত্ত অবস্থায় দুই ব্যক্তি এসে তাঁর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন। স্বামীর অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে বলে, ‘‘তুই ওর যোগ্য না, দিয়ে দে আমাদের।’’

Advertisement

স্বামীর অভিযোগ, এলাকার দুই ব্যক্তি তাঁর স্ত্রীকে দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত করছিলেন। তাঁর স্ত্রীর ছবিও তুলতেন তাঁরা। সম্প্রতি একদিন মত্ত অবস্থায় তাঁরা স্ত্রীর হাত ধরে টানাটানি করতে থাকেন। সেই সময় স্বামী এসে তাঁদের আটকান। এতে স্বামীর সঙ্গেও হাতাহাতি হয় দুই মত্তের। সেই সময় মত্ত দুই ব্যক্তি স্বামীকে বলেন, ‘‘তুই ওর যোগ্য নোস। আমাদের ওর সঙ্গে থাকা উচিত। আমাদের দিয়ে দে ওকে।’’

এর পরেই স্বামী পুলিশের দ্বারস্থ হন। কিন্তু তাঁর অভিযোগ, দুষ্কৃতীর পক্ষে গ্রামের মোড়ল থাকায় পুলিশ কিছুই করেনি। এ দিকে মত্তদের দৌরাত্ম্যও বাড়তে থাকে। এক সময় অধৈর্য হয়ে পুলিশের এক বড়কর্তার সঙ্গে দেখা করে অভিযোগ জানান স্বামী। তার পরেই নড়েচড়ে বসে প্রশাসন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্তই দম্পতির পাড়ার বাসিন্দা। মত্ত অবস্থায় তাঁরা প্রায় নিয়মিত দম্পতিকে বিরক্ত করেন। ছবিও তোলেন। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের ওই আধিকারিক বলেন, ‘‘এক ব্যক্তি আমার কাছে এসে অভিযোগ জানিয়েছেন যে, তাঁর স্ত্রীকে দীর্ঘ দিন ধরেই দুই ব্যক্তি বিরক্ত করছেন। ঘটনাটি ঘটেছে জাসোলা থানা এলাকায়। আমরা মামলা রুজু করে তদন্তে নেমেছি। অভিযুক্ত দু’জনকে খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement