ফাইল চিত্র।
কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে বিক্ষোভের আঁচ বিন্দুমাত্র কমেনি গোটা দেশে। ১০টি রাজ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ। অগ্নিপথ নিয়ে বিক্ষোভের চতুর্থ দিনেও আগুন জ্বলল বিহারে। কোথাও ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কোথাও স্টেশন এবং থানায় ভাঙচুর, পুলিশের উপর হামলা, কোথাও বিক্ষোভ থামাতে পুলিশের লাঠিচার্জ, ধরপাকড়। দফায় দফায় অশান্ত হয়ে উঠতে দেখা গেল পটনা, ছপরা, মুঙ্গের, জেহানাবাদ-সহ একাধিক জায়গা। আজ, রবিবার সেই পরিস্থিতির দিকে নজর থাকবে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
অগ্নিপথ নিয়ে সরকারের অবস্থান
ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প, অগ্নিপথের বিরোধিতায় দেশ জুড়ে বিক্ষোভ। জ্বলছে ট্রেন-বাস, রেল স্টেশন। এই অবস্থায় প্রকল্পে বয়সসীমার পরিবর্তন করেছে সরকার। তাতেও কমছে না বিক্ষোভ। বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি। তিনি জানান, অগ্নিসংযোগকারীদের ভারতীয় সেনায় কোনও জায়গা নেই। এর পরবর্তী পরিস্থিতিতে সরকার নতুন কোনও ঘোষণা করে কি না সে দিকে নজর থাকবে।
সনিয়া গাঁধী কেমন আছেন
এক সপ্তাহ হতে চলল হাসপাতালে ভর্তি রয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। তিনি প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন। এর পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। আজ সনিয়া কেমন থাকেন সে দিকে নজর থাকবে।
উত্তরবঙ্গের বৃষ্টি, দুর্যোগ পরিস্থিতি ও নদীগুলির জলস্তরের অবস্থা
প্রবল বৃষ্টিতে এ বার জলমগ্ন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। ৩১ নম্বর জাতীয় সড়কের একাংশ জলের তলায় চলে গিয়েছে। তার জেরে ধূপগুড়ি এবং ফালাকাটার মধ্যে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। সেই সঙ্গে বর্ষণের জেরে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বেড়েছে। জলস্তর বেড়েছে তিস্তা, জলঢাকা, ডায়না, ডুডুয়া, কুমলাই নদীতে। শনিবার কোচবিহারের তোর্সা, রায়ডাক-১, কালজানি এবং মানসাই নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।
গ্রাফিক: সনৎ সিংহ।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হয়েছে। আজও এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, গত সপ্তাহের মাঝামাঝি বা শেষ থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে।
দেশের সার্বিক কোভিড পরিস্থিতি
গত কয়েক দিন থেকেই ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। টানা দু’দিন দেশে কোভিড সংক্রমিতের সংখ্যা ১২ হাজারের উপরে থাকলেও শনিবার এই সংখ্যা ১৩ হাজার পার করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,২১৬। দৈনিক সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। সে রাজ্যে এখন দৈনিক আক্রান্তের সংখ্যা চার হাজার পেরিয়েছে। এ ছাড়া কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩,১৬২। সংক্রমণে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি (১,৭৯৭)। আজ সংক্রমণের সংখ্যার দিকে নজর থাকবে।
ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ
আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার পঞ্চম টি২০ ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৭টা থেকে ওই ম্যাচটি শুরু হওয়ার কথা।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।