এ ভাবেই সরকারি হাসপাতালে চোখের অস্ত্রোপচার করাতে গিয়ে দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
সরকারি ‘চিরঞ্জিবী’ প্রকল্পের আওতায় চোখের ছানি কাটানোর অস্ত্রোপচার করিয়ে দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ। কাঠগড়ায় রাজস্থানের জয়পুরের সরকারি সওয়াই মানসিংহ হাসপাতাল। অভিযোগ, অন্তত ১৮ জন এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন ‘ক্যাটারাক্ট অপারেশনের ঠিক পরেই। যদিও চিকিৎসকদের দাবি, দৃষ্টিশক্তি ফেরানোর প্রক্রিয়া চলছে।
রাজস্থান সরকারের নিজস্ব প্রকল্প চিরঞ্জিবী স্বাস্থ্য প্রকল্প। এই প্রকল্পে সরকারি হাসপাতালে রোগীদের চোখের ছানির অস্ত্রোপচার করানো হয়। সেই প্রকল্পে নাম নথিভুক্ত করে জয়পুরের সওয়াই মানসিংহ হাসপাতালে চোখের ছানির অস্ত্রোপচার করিয়ে ছিলেন বেশ কয়েক জন। অস্ত্রোপচারের পরেই বেশির ভাগ রোগীই চোখে ব্যথার কথা বলতে থাকেন। পরিস্থিতি এমন হয় যে তাঁদের আবার হাসপাতালে ভর্তি করিয়ে নিতে হয়। কয়েক জনের নতুন করে আবার অস্ত্রোপচার করানো হয়। তাতেই এক চোখের দৃষ্টিশক্তি হারান অন্তত ১৮ জন। এমনই খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
এক রোগী ওই সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘গত ৭ জুলাই পর্যন্ত দু’চোখে সব কিছু দেখতে পাচ্ছিলাম। অস্ত্রোপচারের দু’দিন পর থেকে এক চোখে আর দেখতে পাচ্ছি না। আবার অস্ত্রোপচার করানো হয়। কিন্তু দৃষ্টিশক্তি আর ফেরেনি।’’
যদিও চিকিৎসকেরা গাফিলতির অভিযোগ মানতে নারাজ। তাঁদের পাল্টা দাবি, কোনও ইনফেকশনের কারণে দৃষ্টিশক্তি চলে গিয়ে থাকতে পারে। তাঁরা বিষয়টি দেখছেন বলেও জানিয়েছেন। জয়পুরের সরকারি হাসপাতালের চক্ষুরোগ সংক্রান্ত বিভাগও এই ঘটনার পর নড়েচড়ে বসেছে। যদিও তাদের দিক থেকে কোনও ত্রুটি হয়েছে বলে বিভাগ মানতে চায়নি। রোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে বলেও হাসপাতালের তরফে জানানো হয়েছে।