Omicron

Italy-India Flight: ইতালি থেকে অমৃতসরে নামা দ্বিতীয় বিমানের ১৭৩ জন যাত্রীও কোভিড পজিটিভ

এর আগে বৃহস্পতিবার মিলান থেকে একটি চার্টাড বিমান অমৃতসরের নামে। সেই বিমানেরও ১২৫জন যাত্রী কোভিড পজিটিভ ছিল।

Advertisement

সংবাদসংস্থা

অমৃতসর শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২২ ২২:৫০
Share:

ফাইল ছবি

এই নিয়ে দ্বিতীয়বার। ইতালি থেকে অমৃতসর আসা বিমানের অধিকাংশ যাত্রী কোভিড আক্রান্ত হওয়ার রিপোর্ট এল। বিমানবন্দর আধিকারিক সূত্রে জানা গিয়েছে শুক্রবার রোম-অমৃতসর একটি চাটার্ড বিমান অমৃতসর বিমানবন্দরে নামে। যাত্রীদের সকলের বাধ্যতামূলক ভাবে কোভিড পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষার রিপোর্টে দেখা যায় ১৭৩ যাত্রী কোভিড আক্রান্ত।

এর আগে বৃহস্পতিবার মিলান থেকে একটি চার্টাড বিমান অমৃতসরের নামে। সেই বিমানেরও ১২৫জন যাত্রী কোভিড পজিটিভ ছিল।

Advertisement

অমৃতসর বিমানবন্দরের অধিকর্তা ভিকে শেঠ পিটিআই-কে জানিয়েছেন, ২১০ যাত্রীর কোভিড পরীক্ষার রিপোর্ট আমাকে দেওয়া হয়েছে। তার মধ্যে ১৭৩ জন যাত্রীর কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন ২৮৫ জন যাত্রী ওই চাটার্ড বিমানটিতে করে নেমেছেন।

যাত্রীদের মধ্যে যাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে তাঁদের বাধ্যতামূলক ভাবে বিচ্ছিন্নবাসে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ অনুযায়ী ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা প্রত্যেক যাত্রীরই বাধ্যতামূলক ভাবে কোডিভ পরীক্ষা করতে হবে। সে কারণে ওই যাত্রীদের বিমানবন্দরে নামতেই কোভিড পরীক্ষা করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement