Zika

Zika Virus: কেরলে মোট ১৪ জনের শরীরে পাওয়া গেল জিকা ভাইরাসের উপস্থিতি

জিকা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সে কেরলের স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ।

Advertisement

  সংবাদ সংস্থা 

তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ০১:২৯
Share:

ছবি: শাটারস্টক।

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল কেরল। এর মধ্যে সে রাজ্যে চিন্তা বাড়াচ্ছে জিকা ভাইরাস। শুক্রবার ১৩ জনের শরীরে জিকার উপস্থিতি নিশ্চিত করেছে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি। এর আগে ২৪ বছরের এক তরুণীর শরীরে মিলেছিল জিকা ভাইরাস। সব মিলিয়ে কেরলে ১৪ জনের শরীরে মিলল জিকা ভাইরাসের উপস্থিতি।

Advertisement

কেরল সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৪ বছরের তরুণীর শরীরে জিকা ভাইরাস মেলার পর ১৯ জনের নমুনা পাঠানো হয়েছিল পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। সেখানে ১৯ জনের মধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। জিকা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ। কেন্দ্র থেকে ৬ সদস্যের এক দলও গিয়েছে কেরলে।

জিকা ভাইরাস মশাবাহিত এক রোগ। মশার মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে ঢোকে। এই রোগে আক্রান্ত হলে ডেঙ্গুর মতোই লক্ষণ দেখা দেয়। প্রবল জ্বর, গাঁটে ব্যাথা ছাড়াও, শরীরে র‌্যাশ বের হতে দেখা যায়। এমনকি শরীরের জটিলতা বাড়িয়ে প্রাণঘাতী হয়ে উঠতে পারে জিকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement