School Student Death

ক্লাসের মধ্যে আচমকাই সহপাঠীর কাঁধে ঢলে পড়ল কিশোরী, মাটিতে পড়ে মৃত্যু ১৪ বছরের পড়ুয়ার

তামিলনাড়ুর রানিপেত জেলার একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্রী অদ্ভিতা। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্কুলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৭:০৪
Share:

মৃত পড়ুয়া আদভিথা। ছবি: সংগৃহীত।

ক্লাস চলছিল। শিক্ষক পড়াচ্ছিলেন। আচমকাই পাশে বসা সহপাঠীর কাঁধে ঢলে পড়ল পড়ুয়া। পরমুহূর্তেই জ্ঞান হারিয়ে পড়ে গেল মাটিতে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ১৪ বছরের পড়ুয়াকে মৃত ঘোষণা করেন। কী ভাবে তার মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা।

Advertisement

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর রানিপেত জেলায়। চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়ের উপর একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্রী অদ্ভিতা। রোজকার মতো বুধবার সকালে স্কুলে গিয়েছিল সে। সকাল সাড়ে ১১টা নাগাদ ক্লাস চলাকালীন আচমকাই জ্ঞান হারায় সে। তাড়াতাড়ি তাকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

মৃত পড়ুয়ার বাবা ভেলোরের সরকারি হাসপাতালের চিকিৎসক। পুলিশ তদন্তে জানতে পেরেছে, অদ্ভিতা হৃদ্‌রোগের সমস্যায় ভুগছিল। চিকিৎসা চলছিল তার। তবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। কাবেরীপক্কম থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একই সঙ্গে ক্লাসরুম এবং স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। কোনও অস্বাভাবিক ঘটনা ঘটেছে কি না, তা-ও দেখা হচ্ছে। তবে পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ফুটেজ পর্যালোচনা করে তেমন কোনও বিষয় নজরে আসেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement