বালকটি বাড়ি ফিরে না আসায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার প্রতীকী ছবি
দিল্লির রোহিণী অঞ্চলে একটি আট বছর বয়সি বালককে অপহরণ করে হত্যা করেছে ১৩ বছরের এক কিশোর।
অভিযুক্তকে সোমবার গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ও অভিযুক্তের মধ্যে বেশ কিছু দিন থেকেই ঝামেলা চলছিল। পুলিশ সূত্রে খবর, রাগের বশে প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ।
গত শনিবার বিকেলে বালকটি বাড়ি ফিরে না আসায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। ছেলেটি বন্ধুর বাড়িতে খেলতে গিয়েছিল বলেই তাঁরা জানতেন। অভিযোগ পেয়ে শীঘ্রই তদন্তে নামে রোহিণী থানার পুলিশ। প্রথমে খোঁজ না পেলেও পরে জানা যায়, ১৩ বছরের কিশোরটি তার বন্ধু। নিজেদের মধ্যে ঝগড়ার পর অভিযুক্ত ছেলেটিকে অপহরণ করে জঙ্গলের ভিতরে নিয়ে যায় এবং হত্যা করে। পুলিশ আধিকারিকেরা জঙ্গল থেকে বালকটির মৃতদেহ উদ্ধার করেছেন।
রোহিণী থানার পুলিশ ডেপুটি কমিশনার প্রণব তয়াল জানান, “ছেলেটিকে পাথর ছুড়ে মেরে অভিযুক্ত নিহতের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।”
তিনি জানান, ছেলেটির মায়ের টাকা পয়সা সহ আরও কিছু জিনিস হারনো নিয়ে দু’জনের ঝগড়া শুরু হয়। পরে রাগের বশবর্তী হয়ে হত্যা করে বালকটিকে ।
জানা গিয়েছে, নিহতের বাবা ও মা দুজনেই দিনমজুরের কাজ করেন।