ষোলো জন মুসলিম তরুণ-তরুণী উধাও হয়ে যাওয়ার ঘটনায় শনিবার তদন্তের নির্দেশ দিল কেরল সরকার। ঘরছাড়াদের আইএস-যোগ উঠে আসায় আজ উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সূত্রের খবর, নিখোঁজদের কারোর বয়সই তিরিশের বেশি নয়। উচ্চশিক্ষিত ওই তরুণ-তরুণীদের মধ্যে দুই চিকিৎসকও রয়েছেন। তাঁদের ১১ জন পাডনা এবং ত্রিক্কারিপুরের বাসিন্দা। বাকিরা পালাক্কাদ জেলার। পুলিশ জানিয়েছে, ঘরছাড়াদের পরিবারের তরফে যে তথ্য দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করেই তদন্ত শুরু হয়েছে। এক পুলিশ কর্তার কথায়, ‘‘আমরা এখনও নিশ্চিত নয় দলে কোনও শিশু বা মহিলা ছিলেন কিনা। কিন্তু আত্মীয়রা জানাচ্ছেন, ঘরছাড়াদের মধ্যে মহিলাও ছিলেন। নিখোঁজরা আইএসেই যোগ দিয়েছেন এমনটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শুরু করেছি।’’