চলছে উদ্ধারকাজ। ছবি: পিটিআই।
হিমাচল প্রদেশের কিন্নরে ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হয়েছিল আইটিবিপি জওয়ানদের। বৃহস্পতিবার সকাল থেকেই জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে।
আইটিবিপি সূত্রে জানানো হয়েছে, বুধবারই ১১টি দেহ উদ্ধার হয়েছিল। বৃহস্পতিবার সকালে আরও দু’টি দেহ উদ্ধার হয়েছে। তবে ধসের নীচে চাপা পড়া বোলেরো গাড়ি এবং তার আরোহীদের এখনও পর্যন্ত কোনও হদিশ মেলেনি। আইটিবিপি-র ডেপুটি কম্যান্ডার ধর্মেন্দ্র ঠাকুর বলেন, “বাসের ধ্বংসাবশেষ চিহ্নিত করা গিয়েছে।”
ছবি সৌজন্য টুইটার।
বুধবার দুপুরে রেকং পেও থেকে হরিদ্বার যাওয়ার পথে চউরা গ্রামের কাছে পাহাড় থেকে হুড়মুড়িয়ে নেমে আসে ধস। তাতে চাপা পড়ে যায় হিমাচলপ্রদেশের সরকারি বাস, একটি বোলেরো গাড়ি, একটি টাটা সুমো এবং একটি ট্রাক। ধসের সঙ্গে বাস, বোলেরো গাড়ি এবং ট্রাক নীচে গড়িয়ে পড়ে যায়। ট্রাক চালকের দেহ এবং টাটা সুমো থেকে ৮ জনের দেহ উদ্ধার হয়েছে। তবে বোলেরো গাড়িটির কোনও হদিশ মেলেনি বলেই উদ্ধারকারীরা জনিয়েছেন।