Chariot Collapsed

দড়ি টানার সময় ১২০ ফুটের রথ ভেঙে পড়ল ভিড়ের মাঝে, হুলস্থুল বেঙ্গালুরুর মেলায়

শনিবারও রথটিকে মন্দির চত্বরে নিয়ে আসা হচ্ছিল। সেখান থেকেই রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মন্দির চত্বরে নিয়ে আসার সময়েই রথটি কোনও ভাবে সমতা হারিয়ে ফেলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ১৮:২৮
Share:

রথ ভেঙে পড়ার দৃশ্য। ছবি: সংগৃহীত।

বেঙ্গালুরুর একটি মেলায় ১২০ ফুটের রথ ভেঙে পড়ল ভিড়ের মাঝে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি বলে দাবি স্থানীয় প্রশাসনের।

Advertisement

শনিবার বেঙ্গালুরুর আনেকালে একটি মেলার আয়োজন করা হয়েছিল। সেখানকার হুসকুর মাদ্দুরাম্মা মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর এই সময়ে মেলার আয়োজন করা হয়। আশপাশের ১০টিরও বেশি গ্রাম এই মেলায় অংশ নেয়। মেলা উপলক্ষে বিশাল রথ বানানো হয়। সেই রথের দড়ি টানার জন্য শয়ে শয়ে মানুষ ভিড় করেন।

শনিবারও রথটিকে মন্দির চত্বরে নিয়ে আসা হচ্ছিল। সেখান থেকেই রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মন্দির চত্বরে নিয়ে আসার সময়েই রথটি কোনও ভাবে সমতা হারিয়ে ফেলে। ফলে সেটি মাটিতে আছড়ে পড়ে। এই ঘটনায় মেলায় হুলস্থুল পড়ে যায়। যে সময় রথটিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় মেলায় খুব একটা ভিড় ছিল না। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যদিও পরে আবার রথটিকে ট্র্যাক্টর এবং গরুর গাড়ির সাহায্যে আবার দাঁড় করানো হয়েছে।

Advertisement

হুস্কুর মাদ্দুরাম্মা বেঙ্গালুরুর জনপ্রিয় রথ উৎসব। এই মেলার মূল আকর্ষণ ১২০ ফুটের এই রথ। আগে এ রকম বিশাল উচ্চতার একাধিক রথ টানার চল ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটাও কমেছে। পুলিশ জানিয়েছে, বিশাল উচ্চতার রথটি কোনও ভাবে সমতা হারিয়ে ফেলায় উল্টে যায়। কিন্তু সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement