প্রতীকী ছবি।
অক্সিজেন সরবরাহের অভাবে ১২ করোনা রোগীর মৃত্যুর অভিযোগ উঠল মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে। যদিও অক্সিজেন সরবরাহে সমস্যার কথা মেনে নিলেও অক্সিজেনের ঘাটতির ফলেই ওই রোগীদের মৃত্যু হয়েছে বলে মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনাটি মধ্যপ্রদেশের শাহডোল মেডিক্যাল কলেজের। শনিবার রাত ৪টে থেকে রবিবার সকাল পর্যন্ত অক্সিজেনের অভাবে ওই হাসপাতালে চিকিৎসাধীন ১২ রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। তাঁদের পরিবারের অভিযোগ, অক্সিজেন সরবরাহ যথাযথ না থাকার জন্যই তাঁদের মৃত্যু হয়েছে।
অভিযোগ অস্বীকার করে শাহডোলের অতিরিক্ত জেলাশাসক অর্পিত বর্মা বলেছেন, ‘‘অক্সিজেনের অভাবে ওই রোগীদের মৃত্যু হয়নি। হাসপাতালে অক্সিজেন সরবরাহ যথাযথই রয়েছে। তবে একসঙ্গে অনেক রোগীকে অক্সিজেন দিতে হচ্ছে, সে ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে।’’ রোগীদের অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে কেন্দ্রের কাছে আরও অক্সিজেনের দাবি জানানো হয়েছে বলে তিনি জানান।
ওই মেডিক্যাল কলেজ হাসপাতালে ২২৫ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। তার মধ্যে ১৫৫ জন রোগীকেই অক্সিজেন দিতে হচ্ছে। হাসপাতালের ডিন চিকিসক মিলিন্দ শিরলকর বলেছেন, ‘‘শনিবার রাতে এক সঙ্গে অনেক রোগীর অক্সিজেনের প্রয়োজন হয়ে পড়ে। তখন তরল অক্সিজেনের সরবরাহে ঘাটতি দেখা যায়। কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন সিলিন্ডার মজুত রয়েছে। যা দিয়েই রোগীদের চিকিৎসা চলেছে। ওই কয়েকজন রোগীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হয়ে পড়েছিল। সে কারণেই তাঁদের মৃত্যু হয়েছে।’’