kerala

Suicide: টিভি দেখা নিয়ে বোনের সঙ্গে ঝগড়া, কেরলে আত্মঘাতী ১১ বছরের মেয়ে

পুলিশ জানিয়েছে, মেয়েটি ষষ্ঠ শ্রেণিতে পড়ত। ঘটনাটি যখন ঘটে তখন বাড়িতে তার বাবা-মা কেউই ছিলেন না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ১৩:৫৭
Share:

প্রতীকী ছবি।

টিভি দেখা নিয়ে দুই বোনের সঙ্গে বচসার জেরে আত্মঘাতী হল এক নাবালিকা। সোমবার ঘটনাটি ঘটেছে কেরলের ইদ্দুকি জেলার মানাক্কড় গ্রামে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় দুই বোনের সঙ্গে টিভি দেখছিল ওই নাবালিকা। সেই সময় তাদের তিন জনের মধ্যে নিয়ে বচসা হয়। তার পরই ওই নাবালিকা অন্য একটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়।

বেশ কিছু ক্ষণ সাড়াশব্দ না পেয়ে নাবালিকাকে ডাকতে গিয়েছিলেন তার ঠাকুমা। তখনই তিনি দেখেন ঘরের জানলার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝলুছে নাতনি। পুলিশ জানিয়েছে, মেয়েটি ষষ্ঠ শ্রেণিতে পড়ত। ঘটনাটি যখন ঘটে তখন বাড়িতে তার বাবা-মা কেউই ছিলেন না।

Advertisement

নিছকই টিভি দেখা নিয়ে আত্মঘাতী হওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না মেয়েটির অভিভাবক এবং প্রতিবেশীরা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement