মণিপুরে কেন্দ্রীয় বাহিনী। ছবি: এক্স হ্য়ান্ডল থেকে নেওয়া।
অশান্ত মণিপুরে এ বার হামলা হল কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের শিবিরে। সোমবার দুপুরে জিরিবাম জেলায় ওই ঘটনায় হামলারকারী জঙ্গিদের উপর সিআরপিএফ গুলি চালালে ১১ জন নিহত হন। কেন্দ্রীয় বাহিনীর দাবি, নিহতেরা সকলেই জঙ্গি। তাঁদের ছোড়া গুলিতে সিআরপিএফের এক জওয়ান গুরুতর আহত হন।
পুলিশের তরফে জানানো হয়েছে, নিহতেরা কুকি জঙ্গিগোষ্ঠীর সদস্য। সোমবার দুপুর আড়াইটে নাগাদ তারা প্রথমে বড়বেকরা মহকুমা সদরের থানায় হামলা চালায়। এর পরে কিছু বাড়িঘর ও দোকানে লুটপাট চালিয়ে জাকুরাডোর করংয়ের রাস্তায় সিআরপিএফের উপর হামলা চালায়। এর পরেই শুরু হয়ে দু’পক্ষের গুলির লড়াই। ঘটনার পর এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
প্রসঙ্গত, শনিবার রাতে জিরিবাম জেলায় জ়াইরাওন নামে এক গ্রামে মেইতেই সশস্ত্র গোষ্ঠী আরাম্বাই টেঙ্গল এবং ইউএনএলএফের যৌথ বাহিনীর হামলায় এক কুকি মহিলা নিহত হয়েছিলেন। রবিবার কুকি-জ়ো জনজাতিদের যৌথ মঞ্চ যৌথ মঞ্চ আইটিএলএফের মদতপুষ্ট জঙ্গিরা এক মেইতেই মহিলাকে খুন করে। পূর্ব ইম্ফল জেলার থামনাপোকপি, ইয়াইঙ্গাংপোকপি, সাবুংখোক এবং সানসাবি-সহ বিভিন্ন এলাকায় মেশিনগান, রকেটচালিত গ্রেনেড (আরপিজি) নিয়ে হামলা চলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উপর। সোমবারও বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় সংঘর্ষের খবর এসেছে।