ড্রেজিংয়ের কাজ চলছিল তখন। ছবি: সংগৃহীত।
খালের জল কমতেই একের পর এক দেহ উঠে আসছে। একটা-দুটো নয়, পর পর ১১টা দেহ! সেই সঙ্গেই মিলল ৪টে মাথার খুলিও। যা দেখে-শুনে শিউরে উঠেছে হরিয়ানার জিন্দ।
জিন্দের নরওয়ানাতে ভাকরা ক্যানালের ড্রেজিংয়ের কাজ চলছিল বেশ কয়েক দিন ধরেই। ড্রেজিংয়ের জন্য নরওয়ানাতে। দীর্ঘ দিন ধরে রক্ষণাবেক্ষণ না হওয়ায় ক্যানালের এই অংশ প্রচুর পলি জমেছিল। ড্রেজিংয়ের কাজ শুরু হতেই পলির ভিতর থেকে দেহ বেরিয়ে আসতে থাকে। এক সপ্তাহের মধ্যে ১১টি দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন: টেররিজম না ট্যুরিজম, পথ বাছো কাশ্মীর: প্রধানমন্ত্রী
রাজ্য সেচ দফতর জানিয়েছে, ক্যানালটি পঞ্জাবের খানাউরি হয়ে হরিয়ানায় ঢুকেছে এবং সেখান থেকে হরিয়ানার জিন্দের দিকে গিয়েছে। দীর্ঘ ২৫ কিলোমিটার খালের এই অংশে গভীরতা ১৮ ফুট। সেচ দফতর আরও জানিয়েছে, ক্যানালে স্নান করতে নেমে ডুবে যাওয়ার ঘটনা বেশ কয়েক বার ঘটেছে।
তবে উদ্ধার হওয়া দেহগুলি আদৌ ডুবে মৃত্যু, নাকি খুন করে ক্যানালে ফেলে দেওয়া হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া দেহ ও মাখার খুলি কাদের, তা জানতে ডিএনএ টেস্ট করা হবে বলে জানা গিয়েছে।