ফাইল চিত্র।
আজ, বুধবার সংসদের বাজেট অধিবেশন রয়েছে। গত সপ্তাহে পেশ হওয়া বাজেট নিয়ে আলোচনা হওয়ার কথা। অন্য দিকে, বিরোধীরা পেগাসাস, কৃষি আইনের মতো বিষয়গুলি নিয়ে সরব হতে পারে। গত কয়েক দিনের মতো আজও তৃণমূল রাজ্যপালের অপসারণের দাবি করতে পারে সংসদে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
হাই কোর্টে পুরভোট শুনানি
আজ কলকাতা হাই কোর্টে রাজ্যের পুরসভা মামলার শুনানি রয়েছে। দু'দফার ভোট এক সঙ্গে গণনা এবং আসন্ন ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা হয়। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে।
পুরভোটের প্রচার
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন রয়েছে। ওই ভোটের প্রার্থীদের মনোনয়নের কাজও শেষের দিকে। এ বার প্রচার শুরুর পালা। আজ নজর থাকবে ওই সংক্রান্ত সব খবরের দিকে।
গোয়ায় অভিষেক
ফের গোয়া গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী ওই রাজ্যে আজ তাঁর প্রচার করার কথা।
গ্রাফিক- সনৎ সিংহ।
সন্ধ্যার শারীরিক অবস্থা
অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, তিনি অনেকটাই ভাল আছেন। তবে গায়িকা এখনও বিপদমুক্ত নন। এমতাবস্থায় তাঁর শারীরিক অবস্থার দিকে নজর থাকবে। একই সঙ্গে নজর থাকবে ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থার দিকে। তিনিও হাসপাতালে ভর্তি রয়েছেন।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় এক দিনের ম্যাচ রয়েছে। দুপুর দেড়টা নাগাদ ওই ম্যাচটি শুরু হওয়ার কথা।
রাজ্যের করোনা পরিস্থিতি
মঙ্গলবার করোনা পরীক্ষার সংখ্যা বাড়ায় রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা সামান্য বাড়ল। তবে গত দু’সপ্তাহের তুলনায় সংক্রমণের হার ২ শতাংশ কমেছে। সামান্য হলেও রাজ্যে বেড়েছে মৃত্যুর সংখ্যা। আজ সংক্রমণ কত থাকে তা দেখার।
আবহাওয়ার পূর্বাভাস
রাজ্য থেকে শীত বিদায়ের পথে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে।