ফাইল চিত্র।
কাশীপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর ঘটনায় দু'দিন পার হয়ে গেল। তাঁকে খুন করা হয়েছে না কি সে আত্মহত্যা করেছেন তা এখনও পরিষ্কার নয়। ওই ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত জারি রেখেছে। আজ, রবিবার সেই তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
কাশীপুর-কাণ্ডের রিপোর্ট
রাজ্য সফরে এসে বিজেপি নেতা মৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, রাজ্য এখনও সেই রিপোর্ট পাঠায়নি। কেন্দ্রকে রাজ্য রিপোর্ট দিল কি না নজর থাকবে সে দিকেও।
বিজেপির মিছিল
রাজ্যে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে পথে নামছে বিজেপি। ব্লকস্তরে গেরুয়া শিবিরের বিক্ষোভ, মিছিল কর্মসূচির দিকে আজ নজর থাকবে। এ ছাড়া আজ নন্দীগ্রামে জয়ের এক বছর উপলক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল রয়েছে।
বাবুল সুপ্রিয়র শপথ কবে
বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়র শপথ নিয়ে টানাপড়েন অব্যাহত। তাঁর শপথ জটিলতা কাটল কি না সে দিকে নজর থাকবে।
দেশের কোভিড পরিস্থিতি
ভারতে টানা তিন দিন দৈনিক সংক্রমিতের সংখ্যা তিন হাজারের উপরে থাকলেও চার হাজারের গণ্ডি ছুঁতে চলেছে দৈনিক সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৮০৫ জন। সংক্রমণের সংখ্যা ক্রমশ আরও বাড়ছে। আজ সেই পরিস্থিতির দিকে নজর থাকবে।
আবহাওয়ার পরিস্থিতি ও পূর্বাভাস
শনিবার থেকে শক্তি বাড়িয়ে চলেছে দক্ষিণ আন্দামান এবং দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। আজ ওই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ও। মৌসম ভবন পূর্বাভাস দিয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আজ ওই পরিস্থিতির দিকে নজর থাকবে।
গ্রাফিক: সনৎ সিংহ
আইপিএল
আজ আইপিএল-এ জোড়া ম্যাচ রয়েছে। দুপুর সাড়ে ৩টে নাগাদ হায়দরাবাদ বনাম বেঙ্গালুরুর খেলা রয়েছে। দ্বিতীয় ম্যাচটি রয়েছে সন্ধ্যা সাড়ে ৭টায়। ওই খেলাটি রয়েছে চেন্নাই বনাম দিল্লির।
অ-জানাকথায় মহম্মদ সেলিম
শনিবার আনন্দবাজার অনলাইনের অ-জানাকথায় একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আব্বাস সিদ্দিকি, সিপিএমের রথের চাকা এবং আরও বেশ কিছু বিষয়ে তাঁর ভাবনাগুলি আজ আলোচনার স্তরে থাকবে।