Lottery Horoscope Predictions

অগস্ট মাসের শেষ সপ্তাহে কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে, জেনে নিন

লটারিতে পুরস্কার পাওয়া বা না পাওয়া, পুরোটাই নির্ভর করে আপনার ভাগ্যের ওপর। দেখে নেওয়া যাক ২৫ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত কোন কোন রাশির লটারি প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৪ ১০:২৯
Share:

—প্রতীকী ছবি।

লটারি মানেই ভাগ্যের খেলা। লটারির টিকিট কাটলেই যে আপনি পুরষ্কার জিতবেন তা নয়। লটারিতে পুরস্কার পাওয়া বা না পাওয়া, পুরোটাই নির্ভর করে আপনার ভাগ্যের ওপর। তবে অনেক সময় জ্যোতিষশাস্ত্র মতে কোন কোন রাশির মানুষ লটারির টিকিট কেটে পুরস্কার জিততে পারেন, সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। দেখে নেওয়া যাক ২৫ অগস্ট থেকে ৩০ অগস্ট পর্যন্ত কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে।

Advertisement

মেষ– সপ্তাহের প্রথম দিকটা মেষ রাশির লটারির দিক থেকে শুভ হলেও, সপ্তাহের মধ্যম এবং শেষ দিক খুব একটা শুভ নয়।

বৃষ– বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকটা লটারির জন্য ভাল মন্দ মিশিয়ে দেখা যাচ্ছে। তবে শেষ ভাগটা বেশি শুভ।

Advertisement

মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে লটারির টিকিট না কেনাই ভাল হবে।

কর্কট –এই সপ্তাহে কর্কট রাশির ব্যক্তিদের লটারি কেনায় শুভ যোগ রয়েছে।

সিংহ– সিংহ রাশির মানুষদের এই সপ্তাহে লটারি কেনায় বিশেষ যোগ নেই।

কন্যা– কন্যা রাশির লটারি কেনার জন্য সপ্তাহের প্রথম দিকটা শুভ না হলেও, মধ্যম দিকটা শুভ।

তুলা–এই সপ্তাহের প্রথম দিকে তুলা রাশির জাতক-জাতিকাদের লটারি কেনার দিকে না এগোনোই ভাল, তবে শেষের দিকে কিনে দেখতে পারেন।

বৃশ্চিক –সপ্তাহের প্রথম এবং শেষ ভাগ বৃশ্চিক রাশির জন্য খারাপ থাকলেও মধ্যম ভাগে শুভ যোগ রয়েছে।

ধনু–এই সপ্তাহে ধনু রাশির ব্যক্তিদের লটারি কেনায় কোনও শুভ যোগ নেই।

মকর– মকর রাশির জাতক-জাতিকাদেরও এই সপ্তাহে লটারি কেনা ঠিক হবে না, কোনও শুভ যোগ নেই।

কুম্ভ–সপ্তাহের প্রথম ভাগে কুম্ভ রাশির লটারি কেনায় কোনও শুভ যোগ না থাকলেও মধ্যম এবং শেষের দিকে লটারি কাটতে পারেন।

মীন– সপ্তাহের প্রথমে মীন রাশির লটারি কাটার জন্য শুভ যোগ রয়েছে, তবে মধ্যম এবং শেষ দিকটাও খুব একটা মন্দ নয়।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement